সিলেট বিভাগে টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (TCV) টিকা কার্যক্রম-২০২৫ নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকালে সিলেট নগরের জল্লারপাড়ের একটি অভিজাত হোটেলে এই সভার আয়োজন করে বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়, সিলেট। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সার্বিক সহযোগিতায় আয়োজিত এ সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য), সিলেট, ডা. মো. আনিসুর রহমান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা-উন-নবী।
বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ ও বিভাগীয় প্রধান (শিশু) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, অধ্যাপক ডা মো: জিয়াউর রহমান চৌধুরী , প্রাইমারি হেলথ কেয়ার এর পরিচালক ডা: সৈয়দ কামরুল ইসলাম
উপপরিচালক (হাসপাতাল) ডা. মো. আবু আহম্মদ শাফী,উপপরিচালক ( ইপি আই)ডা. মো. শাহরিয়ার সাজ্জাদ,
পুলিশ সুপার ( রেঞ্জ ডি আই জি, কার্যালয়) মো. আমিনুল ইসলাম।
এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সিলেট বিভাগের তিন জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, চার জেলার সিভিল সার্জন, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সিলেট সিটি কর্পোরেশন, বিভাগীয় মাধ্যমিক শিক্ষা পরিচালক, প্রাথমিক শিক্ষা উপপরিচালক, পরিবার পরিকল্পনা উপপরিচালক, বিভাগীয় সমাজসেবা উপপরিচালক,পরিচালক বিভাগীয় তথ্য অফিস,সহকারী পরিচালক ( রোগ নিয়ন্ত্রণ) , সহকারী পরিচালক ( প্রশাসন) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল, আবাসিক মেডিকেল অফিসার, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল, চিফ অব ফীল্ড অফিস, বিভাগীয় সমণ্বয়কারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
সভা সঞ্চালন করেন, ডা: এ্যানি দে, মেডিকেল অফিসার।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, ডা: ভাস্কর ভট্টাচার্য্য বর্ষন, মেডিকেল অফিসার।
সভায় বক্তারা বলেন, টাইফয়েড এখনো শিশুস্বাস্থ্যের জন্য বড় হুমকি। টিসিভি টিকা এই রোগ প্রতিরোধে অত্যন্ত কার্যকর। সিলেট বিভাগে আগামী টিকা কার্যক্রম শতভাগ সফল করতে জনসচেতনতা ও সমন্বিত প্রচার জোরদার করার আহ্বান জানান তারা।