বিএনপির কেন্দ্রীয় কমিটির সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কলিম উদ্দিন আহমেদ মিলন বলেছেন, আগামী ১৫ দিনের মধ্যে ঘরে ঘরে বিএনপির ৩১ দফার বার্তা পৌঁছে দেয়া হবে। সুনামগঞ্জে বিএনপির গণজোয়ার তৈরী হয়েছে।
আগামী নির্বাচনে সুনামগঞ্জে ৫টি আসন বিএনপি বিপুল ভোটে জয়ী হবে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার বিকেলে ছাতক পৌর শহরে ৩১ দফার লিফলেট বিতরণ এবং পথসভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি বলেন, নির্বাচন নিয়ে আমাদের কোনো শঙ্কা নেই। অবশ্যই ফেব্রুয়ারিতে অর্থাৎ রোজার আগেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বাংলাদেশে পেয়ার পদ্ধতি উপযুক্ত নয় বলে আমরা মনে করি।
দলীয় মনোনয়নের ব্যাপারে তিনি বলেন, বিএনপি একটি বড় রাজনৈতিক দল। বিএনপির মনোনয়ন নিয়ে চুলছেঁড়া বিশ্লেষণ হচ্ছে। দলের হাই কমান্ড সময়মতো জানিয়ে দিবেন।
কলমি উদ্দিন আহমদ নেকাকর্মীর উদ্দেশ্য বলেন, মানুষের সাথে থাকুন। কোনো অপরাধমুলক কাজে সম্পৃক্ত হলে দল থেকে বের করে দেয়া হবে। দলের শৃঙ্খলা ভঙ্গ হয় এমন কাজ করা যাবে না। অপরাধী কাউকে ছাড় দেয়া হবে না। দলের ভাবমূর্তি রক্ষায় প্রয়োজনে আইনের হাতে তুলে দেয়া হবে।
এসময় ছাতক ও দোয়ারাবাজার উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবকদল, ছাত্রদলসহ অঙ্গসহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।