বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ জাকারিয়া বলেছেন, ভেজাল ও অনিরাপদ খাদ্যের কারণে মানুষের শরীরে বিভিন্ন রোগ দেখা দেয়। তাই মানুষকে আরও সচেতন হতে হবে। শুধু সরকারের উপর দায়িত্ব দিয়ে বসে থাকলে চলবে না।
রবিবার (৫ অক্টোবর) সকাল ১১ টায় সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সুনামগঞ্জ জেলার আয়োজনে নিরাপদ মৎস্য ও মৎস্যজাত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে করণীয় শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোহাম্মদ জাকারিয়া বলেন, আমাদের দেশে প্রচুর মানুষ নিরাপদ খাদ্যের অভাবে মারা যায়। আবার অনেকেই রোগাক্রান্ত হয়ে ভোগছে। অকাল মৃত্যুর জন্য দায়ী অনিরাপদ খাদ্য। মানুষের শরীর নিজেকে বিষমুক্ত করতে পারে, তবে তারও সীমাবদ্ধতা রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সুনামগঞ্জ জেলা অফিসার শরীফ উদ্দিনের সঞ্চালনায় সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুনজিত কুমার চন্দ, সুনামগঞ্জ জেলা মৎস্য অফিসার ড. আল মিনার নুর।অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাব সভাপতি লতিফুর রহমান রাজু, ক্যাব সাধারণ সম্পাদক শাহজাহান চৌধুরী, মৎস্য চাষী দারু মিয়া, মনিরুল হক প্রমুখ।