বিয়ানীবাজারের বীর মুক্তিযোদ্ধা ড. খসরুজ্জামান চৌধুরী পাঠাগারের উদ্যোগে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার সকালে পাঠাগারের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে আলোচনা সভা, পুরস্কার প্রদান ও প্রকাশনা উন্মোচনসহ বিভিন্ন কার্যক্রম অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে পাঠাগারের সভাপতি মাওলানা মাসুম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন গীতিকার বিদ্যুৎ রঞ্জন দেবনাথ। বিশেষ অতিথি ছিলেন কবি হোসেইন আজিজ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা আজিম উদ্দিন, শহীদ সাংবাদিক এটিএম তুরাবের বড় ভাই আবু আজরফ মো. জাবুর, কথাসাহিত্যিক ও সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, সংগঠক ফজল আহমদ তাপাদার ও পাঠাগার পরিচালক নাহিদ চৌধুরী শাহিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক তুহিন আহমদ তাপাদার, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আলী আব্বাস, শিক্ষা সম্পাদক সায়েম আহমদসহ পাঠাগারের অন্যান্য সদস্য ও স্থানীয় বিশিষ্টজনরা।
আয়োজনে সেরা পাঠক নির্বাচিতদের পুরস্কার প্রদান, “ডা. মুয়াজ্জেম হোসেন চৌধুরী বেস্ট অ্যাওয়ার্ড” প্রদান, “শহীদ সাংবাদিক এটিএম তুরাব স্মৃতি কুইজ প্রতিযোগিতা” এবং পাঠাগারের প্রতিষ্ঠাতা এম. এ. চৌধুরী হাছিব সম্পাদিত ষান্মাসিক ‘সালওয়া’ ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।