তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন টুকেরবাজারের উদ্দেশ্যে। টেইলারের দোকান থেকে কাপড়চোপড় আনতে। এরপর থেকেই নিখোঁজ। গত ৮ দিন ধরে স্বামী ও তিন সন্তান তার সন্ধানের রীতিমতো ব্যাকুল।
নিখোঁজ মহিলার নাম নুরজাহান বিবি। তিনি সিলেটের কোম্পানীগঞ্জ থানার বতুমারা গ্রামের আশিক মিয়ার স্ত্রী। বয়স পঞ্চাশের কাছাকাছি।
তার পৈতৃক নিবাস বান্দরবন জেলার লামা থানার চেয়ারম্যানপাড়া ইউনিয়নের নারকাটাগিরি গ্রামে।
গত ২৫ সেপ্টেম্বর থেকে তিনি নিখোঁজ। সম্ভাব্য সব জায়গায় খোঁজ-খবর নিয়ে কোনো সন্ধান না পেয়ে তার স্বামী আশিক উদ্দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) কোম্পানীগঞ্জ থানায় একটি জিডি ( সাধারণ ডায়রি) দায়ের করেছেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রতন শেখ জানান, মহিলার তিনটি ছেলেমেয়ে। খোঁজ নিয়ে জানা গেছে, তিনি বিদেশ যাওয়ার চেষ্টা করছিলেন। এ কারণে কারো বাসায় আত্মগোপ করে থাকতে পারেন।
এদিকে তার সন্তানরাও তাকে না পেয়ে কান্নাকাটি করছেন। কঠিন একটা সময় পার করছেন পরিবারের সবাই।
আশিক মিয়া এক ভিডিও বার্তায় তার স্ত্রীকে কোথাও পাওয়া গেলে কোম্পানীগঞ্জ থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) রতন শেখের মোবাইল ০১৩২০১১৭৯৯৫ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।