বিয়ানীবাজার প্রেস ক্লাবের উদ্যোগে কার্যনির্বাহী সদস্য, সহযোগী সদস্য ও সাধারণ সদস্যদের নিয়ে এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সন্ধ্যায় বিয়ানীবাজার পৌরসভার কনফারেন্স হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রেস ক্লাবের সভাপতি আহমেদ ফয়সালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফায়েল আহমদের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুল হামিদ, কোষাধ্যক্ষ শহিদুল ইসলাম সাজু, দপ্তর সম্পাদক আহমদ রেজা চৌধুরী, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক এস. আর. শহীদসহ অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় প্রেস ক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করার বিভিন্ন উদ্যোগ নিয়ে আলোচনা করা হয়। এছাড়া স্থানীয় সাংবাদিকতার মানোন্নয়ন, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে ইতিবাচক ভূমিকা রাখার বিষয়ে নানা প্রস্তাব উত্থাপন করা হয়।
সভায় উপস্থিত নেতৃবৃন্দ প্রেস ক্লাবকে একটি আধুনিক, দায়িত্বশীল ও গতিশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।