সরকারি মদনমোহন কলেজ, সিলেট-এ নতুন অধ্যক্ষ হিসেবে যোগদান করেছেন সিলেট শিক্ষা বোর্ডের সাবেক সচিব ও বিয়ানীবাজারের কৃতি সন্তান প্রফেসর কবির আহমদের সহধর্মিণী প্রফেসর তাহমিনা আক্তার। সোমবার (২৯ সেপ্টেম্বর ২০২৫) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে তিনি মৌলভীবাজারের রাজনগর সরকারি কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘ শিক্ষকতা জীবনে তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, মৌলভীবাজার সরকারি কলেজ, সিলেট সরকারি কলেজ এবং সিলেট মহিলা কলেজে ইতিহাস বিভাগের অধ্যাপক হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
নবনিযুক্ত অধ্যক্ষকে স্বাগত জানিয়ে শিক্ষক-শিক্ষার্থীসহ শিক্ষাঙ্গনের বিভিন্ন মহল তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে।
দায়িত্ব গ্রহণকালে প্রফেসর তাহমিনা আক্তার বলেন, শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদান এবং আধুনিক জ্ঞানচর্চার পরিবেশ নিশ্চিত করাই হবে আমার মূল লক্ষ্য।