বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল যুবদল নেতা এনাম চিশতী ‘ষড়যন্ত্রের শিকার’, ক্ষোভ গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছিল সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার আনোয়ার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা - খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু
advertisement
সিলেট বিভাগ

পূজায় কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে : এডভোকেট আমিনুল ইসলাম

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বৃহত্তম ধর্মীয় উৎসব তা হলো শারদীয় দুর্গাপূজা উৎসব, আর এই উৎসবকে ঘিরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষে চুনারুঘাটের ১০নং মিরাশী ইউনিয়নের ৭টি সার্বজনীন পূজা মণ্ডপে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনে ধানের শীর্ষের মনোনয়ন প্রত্যাশী এবং সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আমিনুল ইসলামের আর্থিক শুভেচ্ছা অনুদান প্রদান। 

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের নালমূখ বাজারে নগদ আর্থিক শুভেচ্ছা অনুদান হিসেবে ৭টি সার্বজনীন পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের হাতে ৫ হাজার টাকা করে সর্বমোট ৩৫ হাজার টাকার আর্থিক শুভেচ্ছা অনুদান তুলে দেওয়া হয়। এসময় এডভোকেট আমিনুল ইসলাম- পূজা মণ্ডপ এবং তাদের শারদীয় দুর্গাপূজার কোন সমস্যা যাতে না হয় সে বিষয়ে খোঁজ খবর নেন। 

আর্থিক শুভেচ্ছা অনুদান প্রদান অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট আমিনুল ইসলাম বলেন- হিন্দু এবং মুসলমান এই ভারত উপমহাদেশে আজকের বাংলাদেশ, এটি আমরা আবহমানকাল থেকে একে অপরের সাথে সহাবস্থান করে আসছি। আমরা কে হিন্দু কে মুসলমান এইভাবে, এই পরিচয়ে, এই সমাজে আমরা বেড়ে উঠিনি। আমরা বরংছ বেড়ে উঠেছি, আমরা একি সমাজে জন্মগ্রহণ করেছি, মুসলমানের ঘরে যখন জন্মগ্রহণ করেছি আমার পাশের কাকি মা আমার জন্মের সময় সহায়তা করেছে। একইভাবে আমার পাশে যখন কোন ভাই জন্মগ্রহণ করেছেন সেই বাড়িতে আমার মা-চাচিরা জন্মের সময় সহায়তা করেছেন। আমাদের বন্ধন সেইভাবে, আমাদের জন্ম থেকে আমাদের বন্ধন। আমরা একটা সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্যে এই দেশে বসবাস করি। আমাদের প্রত্যেকটি সামাজিক কর্মে, রাষ্ট্রীয় কর্মে আমরা হিন্দু-মুসলমান কাধেঁ-কাধঁ মিলিয়ে একে অপরের সাথে সামগ্রিক সহায়তা নিয়ে বসবাস করে আসছি, এটিই হচ্ছে আমাদের পরিচয়। সম্প্রীতির বার্তা নিয়েই আমরা এগিয়ে যেতে চাই। দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি আমাদের ঐতিহ্য ও সংস্কৃতির অংশ। এই সৌহার্দ্য ও সহাবস্থানের পরিবেশ আমাদের অক্ষুণ্ন রাখতে হবে। বাংলাদেশের ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে সব ধর্মের মানুষকে একসাথে কাজ করতে হবে। তিনি আরও উল্লেখ করেন, “ধর্ম যার যার হলেও উৎসব সবার”এই চেতনাকে ধারণ করেই বিএনপি সবসময় জনগণের পাশে থাকবে। তিনি বলেন- শারদীয় দূর্গপুজা আসলেই আমাদের মনে আসে- শারদীয় দূর্গাপুজা যারা করবেন, হিন্দু ধর্মাবলম্বী ভাই-বোন যারা আছেন, তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক ছড়িয়ে দেওয়া হয়। বিগত সরকারের আমলে ঘোলা পানিতে মাছ শিকার করবার জন্য একটি মহল তারা নানানভাবে আমাদের পুজা মণ্ডপগুলোতে দেব-দেবীদের স্বর্ণ চুরি চুনারুঘাট-মাধবপুরসহ সারাদেশেই কমবেশি হয়েছে। এসবের পিছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য ছিল, বিগত সরকারের আমলে একটি মহল তারা ঘোলা পানি সৃষ্টি করে তারা প্রচার করার চেষ্টা করতো তারা হিন্দুদের পক্ষে, অন্য ধর্মে যারা আছে তারা হিন্দুদের বিপক্ষে। এই করে হিন্দু ধর্মবলম্বীদের একটি সেন্টিমেন্ট কাজে লাগিয়ে তাদের ভোট ব্যাংকের জন্যে তাদের দ্বারা সৃষ্ট এই ঘটনাগুলো বার-বার করে যেত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিভিন্ন সময়ে রাষ্ট্র ক্ষমতায় এসেছে কখনও কোন মন্দিরে বা কোন হিন্দু বাড়ীতে কোনভাবে জাতীয়তাবাদী দলের কোন সদস্যের মাধ্যমে কখনো কোন ধরনের আক্রমন হয়নি। কেউ-কেউ ভোটের সেন্টিমেন্টকে কাজে লাগানোর জন্য এসব অপকর্মের কাজ করেছে। “আপনারা নির্ভয়ে পূজা উদযাপন করুন। নিরাপত্তার জন্য প্রশাসনের পাশাপাশি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মীরাও পাহারায় থাকবে।” বিএনপি সবসময় মানুষের পাশে আছে। পূজা উদযাপনের সময় কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় সে ব্যাপারে আমাদের সজাগ থাকতে হবে। যেকোনো সমস্যার সমাধানে আমরা পাশে থাকবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সরকার ক্ষমতায় গেলে সকল ধর্মের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। তাই আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। 

১০ নং মিরাশী ইউপি বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের লীল মিয়ার সঞ্চালনায় ও সভাপতি আব্দুর রহিম তালুকদার শ্যামলের সভাপতিত্বে আর্থিক শুভেচ্ছা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুছিকান্দি শ্রী বিষ্ণ মন্দিরের সভাপতি অরুন চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপি সভাপতি এভভোকেট মনিরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি আতিকুল কবির, সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, প্রচার সম্পাদক নুরুল আমিন, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান ফিরোজ, কৃষি বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দীন, সহ-প্রচার সম্পাদক জসিম উদ্দীন তালুকদার মামুন, সহ-অর্থ সম্পাদক আব্দুল আজিজ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কামরুল হাসান শামীম, উপিজেলা বিএনপি সদস্য আব্দুল হাই চৌধুরী সগির, আব্দুল মতিন, মিজানুর রহমান, ৪নং পাইকপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুল আলম, ১০নং মিরাশী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আফজাল হোসেন চৌধুরী, যুগ্ন সম্পাদক জাকারিয়া তালুকদার, সাংগঠনিক সম্পাদক আফজালুল রহমান ও যুবদল নেতা হাবিব তালুকদার প্রমূখ। 

উল্লেখ্য, গত শনিবার (২৭ সেপ্টেম্বর) উপজেলার ৮ নং সাটিয়াজুরী ও ৯ নং রাণীগাঁও ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫টি সার্বজনীন পূজা মণ্ডপে ১ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক শুভেচ্ছা অনুদান প্রদান করা হয়। হবিগঞ্জ-৪ (চুনারুঘাট- মাধবপুর) এর সকল সার্বজনীন পূজা মণ্ডপে তিনি স্বশরীরে শার্দীয় দূর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় করবেন।

এই সম্পর্কিত আরো

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল

যুবদল নেতা এনাম চিশতী ‘ষড়যন্ত্রের শিকার’, ক্ষোভ

গণসংযোগের সময় বিএনপির প্রার্থী গুলিবিদ্ধ

গোয়াইনঘাটে ৩১ দফা বাস্তবায়নে জামান সমর্থকদের প্রচার মিছিল

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন ব্যারিস্টার আনোয়ার

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা খালেদা জিয়া-তারেক রহমানের খালাসের রায় প্রকাশ

নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সুদানের গৃহযুদ্ধ: জাতিসংঘ

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেছে বিএনপি

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু