সুনামগঞ্জের শাল্লায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নুরুন্নবী সরকারকে শাল্লা উপজেলা থেকে প্রত্যাহার করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে তাকে সংযুক্ত করা হয়েছে। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা-পরিচালক বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী মোহাম্মদ শিশির মনির। তার অভিযোগের পরিপেক্ষিতে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর তদন্তে নামলে পিআইও'র অনিয়ম ও দুর্নীতির সত্যতা পায়।
প্রত্যেক প্রকল্প থেকে ১০-১৫ ভাগ কমিশন, কোনো কোনো প্রকল্পের ৫০ ভাগ টাকা ঘুস, প্রকল্পের সভাপতি ব্যতিত চৌদ্দটি প্রকল্পের ২য় কিস্তির সাড়ে ষোলো লক্ষ টাকা নিয়মবহির্ভূত ভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পিআইও'র যৌথ স্বাক্ষরিত একাউন্টে জমা রাখা,স্থানীয় সাংবাদিক ও সেবাগ্রহীতাদের সাথে অসৌজন্যমূলক আচরণ সহ বেশকিছু অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে অধিদপ্তরের তদন্ত প্রতিবেদনে।
শাল্লার পিআইও-কে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে সংযুক্ত করার বিষয়টি নিশ্চিত করে জেলা দুর্যোগ ত্রাণ ও পূর্নবাসন কর্মকর্তা (অ:দা) হাসিবুল হাসান বলেন আদেশের অনুলিপি পেয়েছি।
এর আগে 'দুর্নীতিতে বেপরোয়া শাল্লার পিআইও' এই শিরোনামে একটি সংবাদ প্রকাশ করে দৈনিক সবুজ সিলেট।