সিলেট নগরীতে ব্যাটারিচালিত রিকশা বন্ধ ও ফুটপাত দখলমুক্ত করার দাবিতে নগরবাসীকে নিয়ে রাস্তায় নেমেছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী।
রোববার সকাল সাড়ে ১১টায় তিনি নগরীর কোর্ট পয়েন্টে সিলেটের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে উপস্থিত হন। সেখানে মানুষজন হাতে ব্যাটারিচালিত রিকশা বন্ধের দাবি সম্বলিত বিভিন্ন প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ান। পরে সেখান থেকে একটি পদযাত্রা সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে গিয়ে শেষ হয়।
এসময় আরিফুল হক চৌধুরী বলেন, আমাদের মূল দাবী হচ্ছে প্রশাসন যে অবৈধ ব্যাটারিচালিত রিকশা এবং অবৈধ যানবাহন, জনগণের রাস্তা জনগণের চলাচলের জন্য, ফুটপাত মানুষের হাঁটার জন্য এবং এই পরিবেশ টা বজায় রাখার জন্য এবং এই শহরটা আমাদের নিজের শহর, সুন্দর শহর সেটা করার জন্য আমরা আজকে এসেছি।
পাশাপাশি কর্মসংস্থানের কথা বলা হচ্ছে, কর্মসংস্থানের জন্য যে জিনিস যেখানে প্রয়োজন, সেখানে চলে যাবে। আমরা হকারদের জন্য লালদিঘীরপাড়ে মাঠের ব্যবস্থা করেছি। যত্রতত্র যাতে সিএনজি দাঁড়াতে না পারে, আমরা সম্মিলিতভাবে নির্দিষ্ট স্ট্যান্ডের ব্যবস্থা করেছি।
শৃঙ্খলাভাবে যদি যানবাহনগুলো বসে, যাতে মানুষের কোনো অসুবিধা না হয়, সেই লক্ষ্যে আমরা আজ এখানে এসেছি।
তিনি আরও বলেন, ব্যাটারিচালিত রিকশায় তারা ব্যাটারি না লাগিয়ে চালাইলেও তো চালাইতে পারে। তাদেরকে ব্যাটারি দিয়ে চালাইতে হবে কেন? ব্যাটারি ছাড়া তারা চলে আসুক। ব্যাটারি যখন বন্ধ হবে লোডশেডিং কমবে, ব্যাটারি যখন বন্ধ হবে তখন আমাদের দুর্ঘটনা কমবে। নিজের কর্মসংস্থান তৈরি করতে গিয়ে আরেকজনের ক্ষতি করে, রাস্তা দখল করবে, এটা তো হবে না। আমরা পুলিশ কমিশনার এবং জেলা প্রশাসকের যে উদ্যোগ, সেই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাচ্ছি। এবং তাদের ভালো কাজে আমরা সঙ্গ দিচ্ছি।