হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শার্দীয় দূর্গাপূজা-২০২৫ উপলক্ষে জাতীয়তাবাদী দল বি এন পির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে চুনারুঘাটের দুটি ইউনিয়নের ২৫টি পূজা মণ্ডপে এড. আমিনুল ইসলামের আর্থিক শুভেচ্ছা অনুদান প্রদান।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ৮ নং সাটিয়াজুরী ও ৯ নং রাণীগাঁও ইউনিয়নের প্রতিটি পূজা মণ্ডপে ৫ হাজার টাকা করে সর্বমোট ২৫টি সার্বজনীন পূজা মণ্ডপে ১ লক্ষ ২৫ হাজার টাকার আর্থিক শুভেচ্ছা অনুদান প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও হবিগঞ্জ-৪ (চুনারুঘাট -মাধবপুর) আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট আমিনুল ইসলাম।
আর্থিক শুভেচ্ছা অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এডভোকেট আমিনুল ইসলাম বলেন- স্বাধীনতার ৫৪ বছরেও চা শ্রমিকদের উন্নয়নে তেমন কাজ করেনি কেউ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি সরকার ক্ষমতায় গেলে চা শ্রমিক তথা সকল ধর্মের মানুষের উন্নয়নের জন্য কাজ করবে। তাই আসন্ন জাতীয় সাংসদ নির্বাচনে ধানের শীর্ষে ভোট দিয়ে তা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।
চুনারুঘাট উপজেলা বি এন পির সভাপতি এডভোকেট মনিরুল ইসলাম এর সভাপতিত্বে ও রানীগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল আমিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বি এন পির সাধারণ সম্পাদক এডভোকেট সিরাজ আলী মীর, মাস্টার দিলীপ দেবনাথ, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুল করিম সরকার, ব্যারিস্টার হাবিবুর রহমান সোহেল, মোঃ জসিম উদ্দিন, মোহাম্মদ আজগর আলী সরদার, আলহাজ্ব আইয়ুব আলী মেম্বার, মোহাম্মদ আরিফ খানসহ উপজেলা, বিভিন্ন ইউনিয়নের জাতীয়তাবাদী দল বিএনপি, যুবদল, ছাত্রদল এবং স্থানীয় ও চা শ্রমিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য, হবিগঞ্জ-৪ (চুনারুঘাট- মাধবপুর) এর সকল সার্বজনীন পূজা মণ্ডপে তিনি স্বশরীরে শার্দীয় দূর্গা উৎসবে শুভেচ্ছা বিনিময় করবেন।