সিলেটে বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। শনিবার (,২৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসনের উদ্যোগে একটি র্যালি বের করা হয়।
র্যালিটি নগরীর বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে সারদা হলে গিয়ে শেষ হয়। পরে সারদা হলে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
"টেকসই উন্নয়নে পর্যটন" প্রতিপাদ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন সিলেটের জেলা প্রশাসক মোঃ সারওয়ার আলম।
সভায় বিভাগীয় কমিশনার, পুলিশ সুপার, সিসিকসহ বিভিন্ন সরকারী দপ্তরের প্রতিনিধি, পরিবেশবাদী সংগঠন, এনজিও, পর্যটনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।