বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক সুখবর পেলেন সুদানকে ভাগ করে নিল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী ঊষালগ্নে শেষ হলো মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা বিএনপি ভেসে আসা দল নয় : ফখরুল শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সিলেটে অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি, দায়ী কি টিকা না বন্যা? চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত আপনাদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত- জমালগঞ্জে মাহবুবুর রহমান জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল
advertisement
সিলেট বিভাগ

টেলএন্ডারদের নৈপুণ্যে বরিশালের বিপক্ষে রুদ্ধশ্বাস জয় সিলেটের

মাঝারি মানের লক্ষ্য তাড়া করতে নেমেও প্রায় হারতে বসেছিল সিলেট বিভাগ। জয়ের আশা দেখছিল বরিশাল বিভাগ। তবে সব এলোমেলো করে দিলেন সিলেটের টেলএন্ডাররা। ব্যাটারের ভূমিকায় অবতীর্ণ হয়ে তুলে নিলেন রুদ্ধশ্বাস এক জয়।


সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শনিবার (২৭ সেপ্টেম্বর) এনসিএলের ম্যাচে বরিশালকে ২ উইকেটের ব্যবধানে হারাল সিলেট। ১৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ২ বল হাতে রেখে জয় তুলে নেয় জাকির হাসানের দল।

 
১৮ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১২ রান সিলেটের সংগ্রহে। জয়ের জন্য শেষ ১২ বলে তখনো প্রয়োজন ৩০ রান। ক্রিজে নেই কোনো জাত ব্যাটার। একপ্রান্তে পেসার সৈয়দ খালেদ আহমেদ, আরেকপ্রান্তে পেসার রেজাউর রহমান রাজা। তবে কেউ ভাবতেও পারেনি এ দুই বোলার-ই দলের প্রয়োজনে ব্যাটার বনে জয় এনে দেবেন। ১৯তম ওভারে রাজা ২টি চার আর খালেদ ১টি ছক্কা হাঁকান। দুজন মিলে দলকে এনে দেন ২০ রান। শেষ ওভারে প্রয়োজন পড়ে ১০ রানের। প্রথম বলেই ছক্কা হাঁকিয়ে, দ্বিতীয় বলে একটি সিঙ্গেল নেন রাজা। শেষ ৪ বলে দরকার মাত্র ৩ রান। কিন্তু তৃতীয় বলে খালেদ ক্যাচ তুলে দিলে ফের শঙ্কা জাগে। তবে কোনো রকম দুশ্চিন্তায় না ফেলে ক্রিজে নেমেই চার আদায় করে দলকে ২ উইকেটের জয় এনে দেন মেহেদী হাসান।


এর আগে রান তাড়ায় নেমে ৫৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়েছিল সিলেট। পঞ্চম উইকেটে অমিত হাসানের সঙ্গে দলের হাল ধরেন আসাদুল্লাহ আল গালিব। দুজনের জুটিতে আসে ৩৫ রান। ২২ বলে ২ ছক্কা ও ১ চারের মারে ২৪ রান করে দলীয় ৯২ রানে তানভীর ইসলালের শিকার হন গালিব। ৭ বলে ৩ রান করে খানিকবাদেই সাজঘরের পথ ধরেন উইকেটরক্ষক তৌহিদ হুসাইন ফেরদৌস। ৩২ বলে ৫ চারের মারে ৩৯ রান করে দলীয় ১১০ রানে অমিত রান আউট হলে হারের শঙ্কায় পড়ে সিলেট। সেখান থেকে দলকে উদ্ধার করে জয় এনে দেন টেলএন্ডার ব্যাটাররা।
 
বরিশালের হয়ে ২২ রান খরচায় সর্বোচ্চ ৩ উইকেট তুলে নেন মেহেদী হাসান। ১টি করে উইকেট নেন রুয়েল মিয়া, সোহাগ গাজী ও তানভীর।
 
এদিন টস হেরে ব্যাট করতে নেমে ফজলে মাহমুদ রাব্বি ও মোহাম্মদ সালমান হোসেন ইমনের কল্যাণে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান তুলতে সক্ষম হয় বরিশার। ফজলে মাহমুদ ৪৪ বলে ৪ ছক্কা ও ৪ চারের মারে ৬০ রান করেন। ২১ বলে ৪ ছক্কায় ৩৫ রান করেন সালমান ইমন। দলের বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে প্রবেশ করতে পারেননি।


সিলেটের হয়ে ২৪ রান খরচায় ৩ উইকেট নেন এবাদত হোসেন। ১টি করে উইকেট তুলে নেন গালিব, খালেদ, রাজা ও রাহাতুল ফেরদৌস জাভেদ।

এই সম্পর্কিত আরো

প্রাথমিকের ৬৫ হাজার ৫০২ প্রধান শিক্ষক সুখবর পেলেন

সুদানকে ভাগ করে নিল সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনী

ঊষালগ্নে শেষ হলো মণিপুরী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী মহারাসলীলা

বিএনপি ভেসে আসা দল নয় : ফখরুল

শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা

সিলেটে অ্যালার্জির প্রকোপ বৃদ্ধি, দায়ী কি টিকা না বন্যা?

চুনারুঘাটে জুলাই পুনর্জাগরণ- গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত

আপনাদের ভালোবাসায় আমি আবেগাপ্লুত- জমালগঞ্জে মাহবুবুর রহমান

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা: খালেদা জিয়া ও তারেক রহমানের খালাসের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

পদে থেকেও নির্বাচন করা যায়, সংবিধানে কোনো বাধা নেই: অ্যাটর্নি জেনারেল