সিলেট মহানগর পুলিশের শাহপরাণ (রহ.) থানা পুলিশের অভিযানে ১৬ লাখ ৮ হাজার টাকার ভারতীয় জিরাসহ এক যুবিককে আটক করা হয়েছে।
গ্রেফতারকৃত জাকারিয়া আহমেদ কাভার্ড ভ্যান চালক এবং জৈন্তাপুর উপজেলার হেমু উত্তর শ্যামপুর গ্রামের কামাল হোসেন পাকির ছেলে।
বুধবার দুপুরে এসএমপি'র মিডিয়া শাখা থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শাহপরাণ থানার এসআই (নিঃ) মাহবুবুর রহমান চকদার সঙ্গীয় ফোর্সসহ মুরাদপুর এলাকার অভিযান চালান। এসময় একটি কাভার্ড ভ্যান থেকে ৬৭ বস্তা ভারতীয় জিরা জব্দ করা হয়।
পুলিশ জানায়, জব্দ করা ৬৭ বস্তা জিরার প্রতিটি বস্তার ওজন ৩০ কেজি করে মোট ২ হাজার ১০ কেজি। প্রতিকেজি বাজারমূল্য ৮০০ টাকা হিসাবে এর মোট দাম দাঁড়ায় ১৬ লাখ ৮ হাজার টাকা।
ঘটনার বিষয়ে শাহপরাণ (রহ.) থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা (নং-২০, তাং-২৪/০৯/২০২৫) দায়ের করা হয়েছে। আসামিকে আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম, যিনি সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত হয়েছেন।