বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
কোম্পানীগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠছে যুবসমাজ: ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক বেগম জিয়া ও বাংলাদেশ নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট সিলেট-৬ - জোটের সমীকরণ উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জমিয়তের ফখরুল কুলাউড়ায় আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টোর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ জৈন্তাপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন: টাস্কফোর্সের অভিযানে ২ জনের কারাদণ্ড জোটের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র লড়ার ঘোষণা বিএনপি নেতা চাকসু মামুনের জলাবদ্ধতা নিরসনে আরও ৪৯৯ কোটি টাকা বরাদ্দ পেল সিসিক ভারতে কূটনৈতিক মিশনে হামলা, ঢাকার গভীর উদ্বেগ নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫ বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদের বিপক্ষে লড়বেন রুমিন ফারহানা
advertisement
সিলেট বিভাগ

দেড় বছরেও শেষ হয়নি ড্রেন সংস্কার, দুর্ভোগে বালুচরবাসী

দেড় বছর পার হলেও সিলেট নগরীর ৩৬নং ওয়ার্ডের ড্রেন সংস্কারের কাজ শেষ হয়নি। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এলাকার বাসিন্দারা। এদিকে সামান্য বৃষ্টিপাতেই কাঁদা জমে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে রাস্তা।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজ চলমান থাকলেও তা শেষ হচ্ছে না। ফলে দিনদিন তাঁদের ভোগান্তি বেড়েই চলেছে। শিক্ষার্থী, বৃদ্ধ, নারী—সবাইকে প্রতিদিন কষ্ট পোহাতে হচ্ছে। এ অবস্থায় দ্রুত সময়ের মধ্যে ড্রেন সংস্কারের কাজ সম্পন্ন করার দাবি জানান এলাকাবাসী।

মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, রাস্তার বিভিন্ন স্থানে বালু-পাথর ও কংক্রিটের স্তুপ রাখা আছে। অনেক স্থানে রাস্তার মাঝ বরাবর খনন করে ড্রেন নির্মাণের কাজ চলছে। এতে চলাচলের রাস্তা সংকীর্ণ হয়ে পড়েছে। কোথাও কোথাও পুরো রাস্তা বন্ধ রেখে কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে চরম বিঘ্ন ঘটছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দেড় বছর আগে ড্রেন সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু এখনও শেষ না হওয়ায় সামান্য বৃষ্টিতেই রাস্তায় জমে থাকা স্তুপ কাঁদায় পরিণত হয়। এতে গাড়ি চলাচলে সমস্যার পাশাপাশি পাড়ার শিশু, বৃদ্ধ, নারী-পুরুষের চলাচলে দুর্ভোগ পোহাতে হয়।

স্থানীয় বাসিন্দা ও কলেজ শিক্ষক আবুল হাসনাত বেলাল বলেন, ‘প্রায় এক বছরেরও বেশি সময় ধরে কাজ চলছে কিন্তু এখনও শেষ হয়নি। বর্তমানে ধীর গতিতে কাজ চলছে। অনেক রাস্তা দিয়ে শুধুমাত্র মোটোরসাইকেল নিয়ে যাওয়া যায়।’  

কলেজ পড়ুয়া শিক্ষার্থী তাজুল ইসলাম বলেন, ‘নির্মাণকাজ শেষ না হওয়ায় রাস্তা দিয়ে চলাচল করতে সমস্যা হয়। জায়গায় জায়গায় স্তুপ থাকায় রিকশা-গাড়ি দিয়ে কলেজে যাতায়াত করতে দুর্ভোগ পোহাতে হয়। বিশেষ করে রোগী ও মহিলাদের চলাচলে বেশি সমস্যা হয়।’ এ সময় দ্রুত ড্রেন সংস্কারের দাবি জানান তিনি।

ব্যাটারিচালিত অটোরিকশাচালক সোহেল মিয়া জানান, ‘সামান্য বৃষ্টি হলেই রাস্তায় কাঁদা জমে যায়। এ সময় গাড়ি চলতে সমস্যা হয়, অনেক সময় গাড়ি উল্টে গিয়ে ক্ষতির সম্মুখিন হতে হয়।’

‎এ ব্যাপারে সিলেট সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আলী আকবরকে একাধিকবার মুঠোফোনে কল করলেও তিনি কল কেটে দেন।

এই সম্পর্কিত আরো

কোম্পানীগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুঁসে উঠছে যুবসমাজ: ঐক্যবদ্ধ আন্দোলনের ডাক

বেগম জিয়া ও বাংলাদেশ নিয়ে জাইমা রহমানের আবেগঘন পোস্ট

সিলেট-৬ জোটের সমীকরণ উপেক্ষা করে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন জমিয়তের ফখরুল

কুলাউড়ায় আমরা কুলাউড়ী কানাডিয়ান টরেন্টোর উদ্যোগে সেলাই মেশিন বিতরণ

জৈন্তাপুরে নদী থেকে অবৈধ বালু উত্তোলন: টাস্কফোর্সের অভিযানে ২ জনের কারাদণ্ড

জোটের প্রার্থী ওবায়দুল্লাহ ফারুক, স্বতন্ত্র লড়ার ঘোষণা বিএনপি নেতা চাকসু মামুনের

জলাবদ্ধতা নিরসনে আরও ৪৯৯ কোটি টাকা বরাদ্দ পেল সিসিক

ভারতে কূটনৈতিক মিশনে হামলা, ঢাকার গভীর উদ্বেগ

নোয়াখালীতে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ৫

বিএনপি সমর্থিত প্রার্থী জুনায়েদের বিপক্ষে লড়বেন রুমিন ফারহানা