সুনামগঞ্জের শান্তিগঞ্জে এক কিশোরী চলন্ত সিএনজিতে পড়ে গুরুতর আহত হয়ে সুনামগঞ্জ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার ( ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা প্রায় ৬.৩০ ঘটিকার সময়, জেলি আক্তার (১৭) পিতা-আরজু মিয়া শান্তিগঞ্জ থানাধীন শিমুলবাঁক ইউনিয়নের জীবদাড়া গ্রামের বাসিন্দা, মামার বাড়ি সুনামগঞ্জ সদর থানাধীন দক্ষিণ আরফিননগর হতে নিজ বাড়িতে ফেরার পথে সুনামগঞ্জ-দিরাই সড়কের উপর নোয়াখালী বাজার যাওয়ার আগে চলন্ত সিএনজিতে পা পিছলে পড়ে যান।
পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, আহত কিশোরীকে দ্রুত সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃতের মামাতো ভাই হাফিজ আবু তালহা এই দুর্ঘটনার তথ্য জানান।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আহাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।