হবিগঞ্জের চুনারুঘাটে এক কিশোরী ধর্ষণের অভিযোগে দুই তরুণকে আটক করেছে র্যাব। তাদের দুইজনকে ঢাকা থেকে আটক করা হয়েছে। পরে তাদেরকে চুনারুঘাট থানায় সোপর্দ করা হয়।
জানা যায়, গত ১১ সেপ্টেম্বর উপজেলার ১৭ বছরের এক কিশোরী ধর্ষিত হন। এ ব্যাপারে কিশোরীর মা থানায় ধর্ষণ মামলা করেন। কললিষ্ট ও তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব জানতে পারে তারা ঢাকার চকবাজার এলাকায় আত্মগোপন রয়েছে। গত সোমবার র্যাব-৩ দুইজনকে আটক করে।
আটকরা হল, উপজেলার মিরাশি ইউনিয়নের সাতালিয়া গ্রামের আব্দুস সালামের পুত্র শিপন মিয়া (১৮) ও জাহাঙ্গীর মিয়ার পুত্র নয়ন তালুকদার (২০)।
চুনারুঘাট থানার ওসি (তদন্ত), জানিয়েছেন আসামিরা পুলিশ হেফাজতে আছে। বুধবার তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।