সিলেটের বিশ্বনাথের আল-হেরা শপিং সিটির ব্যবসায়ীকে ছিনতাই করে সর্বস্ব লুঠ করে নিয়ে গেছে ছিনতাইকারীরা। বুধবার দুপরে উপজেলার দেওকলস ইউনিয়নের সৈয়দপুর সদুরগাঁও গ্রামের রাস্তার মধ্যে ওই ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ছিনতাইকারীরা আল-হেরা শপিং সিটির হলিউড জেন্টস শপের মালিক ফরহাদ আহমদের উপর হামলা করে তার সাথে থাকা নগদ ২ লাখ ১৪ হাজার ৪শত ৫০ টাকা ও ৪৫ হাজার টাকা মূল্যের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। আহত অবস্থায় ব্যবসায়ীকে রাস্তায় ফেলে চলে যায় ছিনতাইকারীরা। এসময় ব্যবসায়ী ফরহার আহমদকে পথচারীরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্যে ভর্তি করলে ডাক্তারেরা তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
এঘটনায় আহত ব্যবসায়ী ফরহার আহমদ বাদী হয়ে ওসমানীনগর উপজেলার রড় ধিরারাই গ্রামের আমির আলীর পুত্র সাকেল আহমদ (২৫ )নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো ৩জনকে আসামী করে বিশ্বনাথ থানায় মামলা করেছেন বলে জানিয়েছেন, ব্যবসায়ী ফরহাদ আহমদ।
বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এব্যাপারে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ অভিযান অব্যাহত আছে।