ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দেওপাড়া এলাকায় সিলেটগামী সৌদিয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে মা-ছোট ছেলে নিহত হন। আজ বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সাগরদিঘীর পশ্চিমপাড় গ্রামের বাসিন্দা সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) ও ছেলে তোকি আহমেদ (৪)।
দুর্ঘটনার পর স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা চাপা দেওয়া বাস আটক করে রাখেন। পরে খবর পেয়ে শেরপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ও বাসটি জব্দ করে।
শেরপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান এ তথ্য নিশ্চিত করে বলেন, বাসটি জব্দ করা হয়েছে। মরদেহগুলো পুলিশের হেফাজতে রয়েছে এবং আইনি ব্যবস্থা শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।