সিলেটে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। মঙ্গলবার সকাল ১০টা থেকে পূর্ববর্তী ২৪ ঘন্টায় আরও দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী সনাক্ত হয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
এই ২ জনসহ এ বছর সিলেট বিভাগে মোট ডেঙ্গু শনাক্ত হয়েছে ১৪৪ জনের। আর এই সেপ্টেম্বরে শনাক্ত হলেন ৩৪ জন।
বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।
তাদের মধ্যে সুনামগঞ্জ সদর হাসপাতালে ৩, হবিগঞ্জ সদর হাসপাতালে ২, হবিগঞ্জের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২ ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ২ জন।
এবার শনাক্তকৃত ডেঙ্গু রোগীদের মধ্যে হবিগঞ্জের ৭৬, সুনামগঞ্জের ২০, মৌলভীবাজারের ২০ ও সিলেট জেলার ২৮ জন।
এবার এখন পর্যন্ত সিলেট বিভাগে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।