মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

পরীক্ষা শেষে ভাইয়ের সঙ্গে ফেরা হলো না ফরিদার

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় পরীক্ষা শেষে ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যানের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।

সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা সদরের জাঙ্গিরাই চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফরিদা আক্তার (২২) বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের ছাত্রী ছিলেন।

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে ফরিদা আক্তার তার ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন। ফেরার পথে চালবন এলাকায় একটি কাভার্ডভ্যানকে সাইড দিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ ফরিদার মাথায় আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন; কিন্তু সিলেট যাওয়ার পথে ফরিদা আক্তার মারা যান।

এ বিষয়ে তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমেদ জানান, ফরিদা আমাদের কলেজের নিয়মিত এবং মেধাবী ছাত্রী ছিলেন। তার অকালমৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যশক্তি দেন।

জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরশেদুল আলম ভূঁইয়া বলেন, সোমবার রাতে তারা এ দুর্ঘটনার খবর পান। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সম্পর্কিত আরো