সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য জুয়েল আহমদকে গ্রেফতার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার বেলা ২টার দিকে ভোলাগঞ্জ ১০ নম্বর এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত জুয়েল আহমদ কোম্পানীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে এবং উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির বর্তমান সদস্য।
পুলিশ সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে আন্দোলনের বিরোধিতা ও হামলার অভিযোগে জুয়েল আহমদের বিরুদ্ধে মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, জুয়েল আহমদের বিরুদ্ধে ২টি গ্রেফতারি পরোয়ানা (ওয়ারেন্ট) ছিল এবং সেই ওয়ারেন্টের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। ছাত্রদের উপর হামলার অভিযোগ ছাড়াও তার বিরুদ্ধে থানায় আরও কোনো মামলা আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ওয়ারেন্ট থাকায় জুয়েল আহমদকে গ্রেফতার করা হয়েছে। থানায় তার বিরুদ্ধে মোট ৩টি মামলা রয়েছে। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে।