বিয়ানীবাজারের দুবাগ স্কুল এন্ড কলেজের আজীবন দাতা সদস্য এবং বিয়ানীবাজার সূচনা পরিষদের আহবায়ক আলতাফ হোসেন চৌধুরীকে সংবর্ধনা প্রদান করেছে কলেজ প্রশাসন। সোমবার দুপুরে কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
দুবাগ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আ. স. ম. শফিউল করিমের সভাপতিত্বে এবং প্রভাষক শ্রীবাস চন্দ্র দাসের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত দাতা সদস্য আলতাফ হোসেন চৌধুরী।
এ সময় বক্তব্য রাখেন দুবাগ স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস ও প্রভাষক কামরুল ইসলামসহ আরও অনেকে।
প্রতিষ্ঠান প্রধান আলতাফ হোসেন চৌধুরীর আন্তরিক সহযোগিতা ও শিক্ষা উন্নয়নমূলক অবদান এই প্রতিষ্ঠানের অগ্রযাত্রাকে শক্তিশালী করতে সহযোগিতা করছে বলে জানান। তার সুস্থতা কামনা করে সর্বাত্মক সহযোগিতা কামনা করেন তিনি।
সংবর্ধনা গ্রহণ শেষে আলতাফ হোসেন চৌধুরী কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, দুবাগ স্কুল এন্ড কলেজ আমার হৃদয়ের প্রতিষ্ঠান। এই এলাকার শিক্ষার উন্নয়নে কাজ করতে পেরে আমি গর্বিত। শিক্ষা ছাড়া কোনো সমাজ এগোতে পারে না, তাই এই প্রতিষ্ঠানের অগ্রগতি ও শিক্ষার মানোন্নয়নে আমার সামর্থ্য অনুযায়ী সহযোগিতা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানের শেষে কলেজের পক্ষ থেকে আলতাফ হোসেন চৌধুরীর হাতে সম্মাননা স্মারক উপহার তুলে দেন কলেজের শিক্ষক ও পরিচালনা কমিটির দায়িত্বশীলরা।
এদিকে এদিন দুপুরে কলেজের প্রাক্তন অধ্যক্ষ রবীন্দ্রনাথ নন্দী, প্রাক্তন প্রধান শিক্ষক মো. রুহুল আমিন ও আব্দুর রশীদকে বিদায় সংবর্ধনা প্রদান করে করেজ প্রশাসন।