রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায় আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’ উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি! জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা বিনয় ও সৌজন্যবোধ ছিল মুফতি আহমদুল্লাহর স্বভাবজাত : তারেক রহমান যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছেন মুসলিম নেতারা!
advertisement
সিলেট বিভাগ

সিলেটের ডিসি ও এডিসির বিরুদ্ধে শিক্ষিকার মামলা, শোকজ

দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা আবেদা হক কর্তৃক দায়ের করা এক মামলায় সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম এবং অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. নূরের জামান চৌধুরীকে বিবাদী করা হয়েছে। স্কুলটির ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত ছাড়াই শিক্ষিকাকে শিক্ষকতা থেকে সাসপেন্ড করার অভিযোগে এই মামলা দায়ের করা হয়েছে।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সিলেটের সিনিয়র সহকারী জজ সদর আদালতের বিচারক মামলাটি আমলে নিয়ে প্রশাসনের এই দুই কর্মকর্তাকে ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন।

মামলার আবেদনে দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হক উল্লেখ করেন, স্কুল অ্যান্ড কলেজটি ট্রাস্টি বোর্ডের দ্বারা পরিচালিত হয়। কিন্তু বিবাদীরা (জেলা প্রশাসক ও অতিরিক্ত জেলা প্রশাসক) বেআইনি অফিস আদেশের মাধ্যমে তাকে স্কুলের ট্রাস্টি বোর্ডের সিদ্ধান্ত ব্যতীত সাসপেন্ড করেছেন।

উল্লেখ্য, বুধবার (১১ সেপ্টেম্বর) দি খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের স্বাক্ষরিত চিঠিতে সিনিয়র শিক্ষিকা আবেদা হককে সাসপেন্ড করা হয়। কিন্তু এই বিষয়ে ট্রাস্টি বোর্ডের কোনো মতামত নেওয়া হয়নি, যা সম্পূর্ণ বেআইনি বলে সিনিয়র শিক্ষিকা আবেদা হক অভিযোগে উল্লেখ করেন। এ কারণেই তিনি জেলা প্রশাসকের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

শিক্ষিকার আইনজীবী এবং সিলেটের সাবেক জিপি ও সিনিয়র আইনজীবী ইরশাদুল হক জানিয়েছেন, আদালতকে সার্বিক বিষয়টি অবগত করে বর্তমান কার্যক্রমের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে মামলা দায়ের করা হয়েছিল। আদালত শুনানি শেষে মামলাটি আমলে নিয়েছেন এবং বিবাদীদের ১৫ কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ জারি করেছেন।

তিনি আরও জানান, নোটিশের জবাব প্রাপ্তির পর আদালত পরবর্তী কার্যক্রম পরিচালনা করবেন। যিনি মামলা করেছেন, তিনি উক্ত প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষিকা এবং তার সংক্ষুব্ধ হওয়ার কারণ সম্পর্কে আদালত অবগত হয়েছেন। জবাবের আলোকে পরবর্তী সিদ্ধান্ত আসবে বলে আইনজীবী উল্লেখ করেন।

দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষিকা আবেদা হক জানিয়েছেন, এই স্কুল অ্যান্ড কলেজের একটি ট্রাস্টি বোর্ড রয়েছে, কিন্তু তাকে সাসপেন্ড করার বিষয়ে কোনো আলোচনা হয়নি। ট্রাস্টি বোর্ডকে উপেক্ষা করে বেআইনি আদেশের মাধ্যমে তাকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু ডিসি এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন যার একক এখতিয়ার তাঁর নাই। এ কারণেই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন।

উল্লেখ্য, দি সিলেট খাজাঞ্চিবাড়ি ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ হচ্ছে সিলেট অঞ্চলের প্রথম বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুল ও কলেজ। প্রায় ৪০ বছর আগে ১৯৮৬ সালে তৎকালীন স্বনামধন্য জেলা প্রশাসক ফয়জুল্লাহর সময়ে এই স্কুলটি প্রতিষ্ঠিত হয়। ১৯৮৭ সাল থেকে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় এবং এতে ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে এ অঞ্চলের স্বনামধন্য শিক্ষাবিদ ও গুণীজনদের অন্তর্ভুক্ত করা হয়।

এই সম্পর্কিত আরো

শ্রদ্ধা-ভালোবাসায় ফরিদা পারভীনকে শেষ বিদায়

আগামী নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হলেই সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে: জামায়াত

ভারত-পাকিস্তান ম্যাচে গালিগালাজ করলে হতে পারে ৩ মাসের জেল

ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে আঞ্চলিক নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে: সালাহউদ্দিন

মার্কিন পেটেন্ট পেল বাংলাদেশি করোনা টিকা ‘বঙ্গভ্যাক্স’

উপদেষ্টার সভায় শেখ মুজিব-হাসিনার ছবি!

জুলাই সনদ নিয়ে সমঝোতায় আসতেই হবে: প্রধান উপদেষ্টা

রোমানিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধড্রোন, উত্তেজনা

বিনয় ও সৌজন্যবোধ ছিল মুফতি আহমদুল্লাহর স্বভাবজাত : তারেক রহমান

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের বিরুদ্ধে জোট বাঁধছেন মুসলিম নেতারা!