সিলেটের জকিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়ে দীর্ঘ এক সপ্তাহ মৃত্যুর সঙ্গে লড়াই শেষে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন তরুণ আবুল হাসান (২২)। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
গত ৬ সেপ্টেম্বর রাতে উপজেলার চেকপোস্ট বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি হঠাৎ করে রাস্তায় উঠে আসলে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান আবুল হাসান। এসময় তিনি এবং আরও দু’জন গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেন।
আবুল হাসানকে প্রথমে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তিন দিন তাকে আইসিইউতে রেখে লাইফ সাপোর্টে রাখা হলেও শেষ পর্যন্ত চিকিৎসকরা তাকে বাঁচাতে ব্যর্থ হন।
তার অকাল মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বন্ধু-বান্ধব ও স্বজনরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।