সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিনামূল্যে চক্ষু শিবির বাস্তবায়ন ও সফল করতে এবং সাধারণ মানুষকে চক্ষু শিবির সম্পর্কে অবগত করতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার(১২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬. ৩০ ঘটিকায় শান্তিগঞ্জস্থ পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান জায়গীরদার খোকনের কার্যালয়ে যুক্তরাজ্য প্রবাসী ও সচেতন নাগরিক পরিষদের চেয়ারম্যান রেজাউল কবির জায়গীরদার রাজার উদ্যােগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত হয়ে রেজাউল কবির জায়গীরদার রাজা বলেন, সচেতন নাগরিক পরিষদ, শান্তিগঞ্জ ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারের যৌথ ব্যবস্থাপনায় বিনামূল্যের এ চক্ষু শিবির অনুষ্ঠিত হবে।
শান্তিগঞ্জ উপজেলার নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ে আগামী ২০ সেপ্টেম্বর শনিবার সকাল ৯ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে সব ধরণের চক্ষু রোগীদের সেবা প্রদান। অপারেশনের রোগীদের বিনা খরচে মৌলভীবাজারের বিএনএসবি চক্ষু হাসপাতালে অপারেশন করানো হবে। যাতায়াতের খরচও বহন করবেন আয়োজকেরা। দরিদ্র রোগীদের চশমা, ঔষধপত্রসহ সব সুযোগ সুবিধা প্রদান করা হবে বিনামূল্যে।
রেজাউল কবির জায়গীরদার রাজা আরও বলেন, শান্তিগঞ্জ উপজেলার জয়কলস, পশ্চিম বীরগাঁও, পাথারিয়া ও শিমুলবাঁকসহ ৪ টি ইউনিয়নের চক্ষু রোগীদেরকে এ সেবা প্রদান করা হবে। অন্যান্য ইউনিয়নের তুলনায় এই চারটি ইউনিয়ন পশ্চাৎ পথ অঞ্চলে অবস্থিত। তাদেরকে বাড়ির কাছে সেবা পৌঁছে দিতে আমাদের এ উদ্যোগ। ভুক্তভোগী চক্ষু রোগীরা শুধুমাত্র তাদের জাতীয় পরিচয়পত্র সাথে নিয়ে ঐদিন নির্দ্বিধায় আসার জন্য অনুরোধ করছি।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত হয়ে পশ্চিম বীরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান জায়গীরদার খোকন জানান, উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা। তিনি এই মহৎ কর্মসূচি বাস্তবায়নে সবার সহযোগীতা কামনা করছেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন সচেতন নাগরিক পরিষদের সভাপতি মঞ্জুর আলী, কোষাধ্যক্ষ আবদুল ওয়াদুদ ও সদস্য সেলিম আহমদ প্রমুখ।