সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার নোয়াগাঁও অষ্টগ্রাম দাখিল মাদ্রাসার নতুন ম্যানেজিং কমিটি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড গভর্ণিং বডি ও ম্যানেজিং কমিটি প্রবিধানমালা ২০০৯ এর সংশ্লিষ্ট প্রবিধান অনুসারে সভাপতি মনোনয়নসহ আগামী ২ বছরের জন্য ১২ সদস্য বিশিষ্ট ম্যানেজিং কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিষ্ট্রার (প্রশাসন) প্রফেসর ছালেহ আহমাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই কমিটি ঘোষণা করা হয়।
অনুমোদিত কমিটিতে ভীমখালী ইউনিয়নের বাহাদুরপুর গ্রামের মাওলানা ফজলে রাব্বি খানকে সভাপতি ও প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা মুসলেহ উদ্দিনকে সদস্য সচিবের দায়িত্ব দেয়া হয়েছে।
নবাগত সভাপতি ফজলে রাব্বি খান এই মাদ্রাসা থেকে আলিম, জামেয়া রাহমানিয়া তায়িদুল ইসলাম কামিল মাদ্রাসা ফতেপুর থেকে ফাজিল ও কামিল এবং এমসি কলেজ থেকে বিএ পাশ করেন।
নতুন কমিটিতে অভিভাবক প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অন্তর্ভুক্ত করা হয়েছে।