সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় গুণী শিক্ষক-২০২৫ নির্বাচিত হয়েছেন সদর ইউনিয়নের অন্তর্গত ৬৬নং ফারুকনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক অজয় কুমার রায়।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের স্মারক নং ৩৮.০১.০০০০. ১৪৫.৯৯.০৩০.২০২৫-২৪৪৪ তারিখ: ৭ সেপ্টেম্বর ২০২৫ খ্রি. পত্রের আলোকে জাতি গঠনে শিক্ষকের অবদানের স্বীকৃতি স্বরূপ তাদের সম্মাননা প্রদানের মাধ্যমে সকল শিক্ষককে উৎসাহিত ও অনুপ্রাণিত করার লক্ষ্যে সারা বিশ্বের সাথে সংগতি রেখে ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস উদযাপন করা হয়।
এ লক্ষ্যে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন নীতিমালা-২০২৪ এর আলোকে উপজেলা,জেলা ও বিভাগ পর্যায়ে গুণী শিক্ষক বাছাইয়ে ১ জন প্রধান শিক্ষক ও ১জন সহকারী শিক্ষক "গুণী শিক্ষক" হিসেবে প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয়ে থাকেন।
১০ সেপ্টেম্বর ২০২৫ বুধবার সকাল সাড়ে ১১টায় মধ্যনগর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত নির্ধারিত বোর্ড প্রতিযোগী অংশগ্রহণকারী শিক্ষকগণের পেশাদারিত্ব, সৃজনশীলতা,ব্যক্তিগত গুণাবলী ও অর্জনসহ বিভিন্ন দিক মূল্যায়নে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) এর নির্ধারিত ছকে যাচাই-বাছাই ও প্রতিযোগিতার মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণপূর্বক শিক্ষক অজয় কুমার রায়-কে গুণী শিক্ষক -২০২৫ নির্বাচিত করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস এই প্রতিযোগিতার আয়োজন করে।
উল্লেখ্য,অজয় কুমার রায় পেশায় একজন গুণী শিক্ষক হলেও তাঁর রয়েছে নানারকম সৃজনশীল কর্মকান্ড। তিনি তাঁর কর্মকালে মেধাবী শিক্ষার্থী গড়ে তোলার পাশাপাশি ৫ম শ্রেণির সমাপনী পরীক্ষায় শিক্ষার্থীরা ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি লাভ করে।
তিনি প্রাথমিক শিক্ষায় শিশুদের উদ্বুদ্ধ করতে নিয়মিত মা সমাবেশ, অভিভাবক সমাবেশ ও উঠান বৈঠকে অনিয়মিত ও পিছিয়েপড়া শিশুদের পড়ালেখার গুরুত্ব তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন।
জাতীয় শিক্ষা সপ্তাহ,প্রাথমিক শিক্ষা পদক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, জাতীয় দিবসে শিক্ষার্থীদের সৃজনশীলতার অন্বেষণে ক্রীড়া, কাবিং,কবিতা আবৃত্তি,কুইজ, চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতায় বিভিন্ন পর্বে অংশগ্রহণ করানোসহ নানা ভূমিকা পালন করে আসছেন।
তিনি উপজেলা পর্যায় (সমন্বিত ধর্মপাশা ও মধ্যনগর উপজেলা) শ্রেষ্ঠ শিক্ষক মনোনীত হওয়ায় প্রাথমিক শিক্ষা পদক -২০২৩ অর্জন করেন, উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস তাঁকে সম্মাননা স্মারক তুলে দেন।
তিনি পেশাদারিত্বে পিটিআই এর সিইনএড পরীক্ষায় কৃতিত্বের সাথে ১ম শ্রেণি অর্জন করেন। বিতর্ক প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জনসহ দেয়ালিকা প্রকাশ ও পিটিআই এর বাৎসরিক ম্যাগাজিন প্রকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পিটিআই ও ইউআরসি কর্তৃক আয়োজিত প্রাথমিকের বিষয়ভিত্তিক প্রশিক্ষণসমূহ তিনি দক্ষতা ও সাফল্যের সাথে সমাপ্ত করেন। তিনি তাঁর শিক্ষা পেশার কর্মকাল ২১ বৎসর অতিক্রম করেছন।
শিক্ষা,ক্রীড়া,শরীরচর্চা,সংগীত,কবিতা আবৃত্তি কাবিং, কার্যক্রমে অবদান রাখার পাশাপাশি সাহিত্য-সাংস্কৃতি পরিমন্ডলেও তাঁর অবদান রয়েছে।
তিনি মধ্যনগরে তাঁর কাব্যকাননে বিভিন্ন বিষয়ের তিন সহস্রাধিক বইয়ের বিপুল সমাহার গড়ে তুলেছেন।এ ছাড়াও বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের দায়িত্ব পালনসহ বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মধ্যনগর উপজেলা শাখার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন।