শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটে ‘সাইবার সন্ত্রাসী’ জুবায়ের আটক

সিলেট নগরীর উত্তর বালুচর এলাকা থেকে জুবায়ের আহমদ (৩০) নামের এক ‘সাইবার সন্ত্রাসী’ গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ করেছে স্থানীয় জনতা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে এই ঘটনা ঘটে।

আটককৃত জুবায়েরের কাছ থেকে একটি ল্যাপটপ, একটি অ্যান্ড্রয়েড ফোন, একটি বাটন ফোন এবং তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে।


আটক জুবায়ের আহমদ ওসমানীনগর উপজেলার বকশীপুর গ্রামের তফিক উল্লাহর ছেলে। তিনি দীর্ঘদিন ধরে সিলেট নগরীর শাহপরাণ থানাধীন উত্তর বালুচর এলাকায় ব্যাচেলর হিসেবে বসবাস করে আসছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুবায়ের আহমদ সিলেট নগরীতে অবস্থান করে স্কুল-কলেজের শিক্ষার্থীদের হয়রানি করে আসছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রামসহ বিভিন্ন সাইবার স্পেসে তরুণীদের টার্গেট করে প্রেমের ফাঁদে ফেলে তাদের নগ্ন ছবি ও ভিডিও ধারণ করতেন। এরপর সেই ছবি ও ভিডিও ব্যবহার করে তাদের ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা আদায় করতেন।


একাধিক ভুক্তভোগী পরিবারের সদস্য জানান, জুবায়ের আহমদ ফেসবুক থেকে তরুণীদের ছবি সংগ্রহ করে আপত্তিকর ছবির সাথে জুড়ে দিয়ে পরিবারের সদস্যদের কাছে পাঠাতেন এবং টাকা দাবি করতেন। তাদের দাবিমতো টাকা না দিলে আরও আপত্তিকর ছবি পোস্ট করার হুমকি দিতেন। লোকলজ্জার ভয়ে অনেক পরিবার জুবায়েরের কথামতো টাকা দিতে বাধ্য হতো।

ভুক্তভোগীরা আরও জানান, জুবায়ের আহমদের কার্যকলাপের কারণে সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হয়ে অনেকে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন এবং অনেকের সংসার ভেঙে যাচ্ছে। তারা এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান।


শাহজালাল উপশহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ খন্দকার জাফর ইমাম বলেন, গণধোলাইয়ের পর পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে জনতার রোষানল থেকে জুবায়ের আহমদকে উদ্ধার করা হয়। এসময় তার রুম থেকে ল্যাপটপ, দুটি ফোনসেট ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে সাইবার আইনে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।


ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোনায়েম মিয়া জানান, সাইবার অপরাধী জুবায়ের আহমেদের বিরুদ্ধে তাদের থানায় একটি অভিযোগ তদন্তাধীন আছে।


শাহপরাণ (রহ.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক জুবায়ের আহমদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এই সম্পর্কিত আরো