শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ১২ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কোম্পানীগঞ্জে রাতভর অভিযানে ৮ বালু উত্তোলনকারীর কারাদণ্ড

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পিয়াইন নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৮ জনকে কারাদণ্ড এবং একটি বড় ড্রেজার মেশিন ও দুটি বাল্কহেড জব্দ করা হয়েছে। জব্দকৃত ড্রেজার ও বাল্কহেডের আনুমানিক মূল্য ৬৩ লাখ টাকা।

বুধবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়ার নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

জানা যায়, উপজেলার লিজ বহির্ভূত পিয়াইন নদীর লামলীগাঁও এবং শিমুলতলা আশ্রয়ণ প্রকল্প এলাকায় একটি চক্র দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে বাল্কহেডের মাধ্যমে পরিবহন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করেন। এ সময় কোম্পানীগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

অভিযানে উপজেলার চাটিবহর গ্রামের মৃত মফিজ আলীর ছেলে নাজিম উদ্দিনসহ ৮ জনকে আটক করা হয়। নাজিম উদ্দিনের নেতৃত্বে বালু উত্তোলন করায় তাকে ১ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অন্য ৭ জনকে ৩ মাস করে কারাদণ্ড দেওয়া হয়। দণ্ডপ্রাপ্তরা হলেন- চাটিবহর গ্রামের আফাজ উদ্দিন ও আলী আমজাদ, বুড়িডহর গ্রামের বতন মিয়া, ব্রাহ্মণবাড়িয়ার রানা মিয়া, সুনামগঞ্জের রুবেল মিয়া, জামাল মিয়া এবং বরগুনা জেলার মো. সোহাগ।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে এবং এর সাথে জড়িত যেই থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনা হবে।

এই সম্পর্কিত আরো