সিলেটের জৈন্তাপুর উপজেলায় জৈন্তাপুর মডেল থানা পুলিশের অভিযানে ৩৪ বোতল বিদেশি মদ সহ একজনকে আটক করেছে পুলিশ। আটক হওয়া ব্যাক্তির নাম মনির আহমেদ (২৮)। সে উপজেলার দরবস্ত এলাকার মৃত আমান উল্লাহর পুত্র।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১০ই সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে সিলেট তামাবিল মহাসড়কের মাহুতহাঁটি নামক এলাকায় অভিযানে নামে পুলিশ।
ওইদিন রাত আনুমানিক ৯:২০ মিনিটে জৈন্তাপুর মডেল থানার উপ- পরিদর্শক ওবায়দুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স চেকপোস্ট বসিয়ে একটি সাদা রংয়ের এইস পিক-আপে তল্লাশী চালিয়ে ৩৪ বোতল বিদেশি মদ সহ মনিরকে আটক করে। পুলিশ জানায় আটককৃত মদের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬০ হাজার টাকা সমপরিমাণ।
বিষয়টি নিশ্চিত করেছেন জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান। তিনি জানান উক্ত ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আটক আসামিকে বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।