বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বিয়ানীবাজারে প্যানেল চেয়ারম্যান আলতাফের রীট আবেদন স্থগিত

বিয়ানীবাজার উপজেলার মাথিউরা ইউনিয়ন পরিষদের সদস্য প্যানেল চেয়ারম্যান-১, আওয়ামী লীগ নেতা  আলতাফ হোসেনের রীট আবেদন স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ৮ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিবের সপ্রিম কোটের আপিল বিভাগে আবেদন করলে  আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি ফারাহ মাহবুব এই স্থগিতাদেশ দেন। রায়ে রীট আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল রাখার নির্দেশনা দেয়া হয়।

মঙ্গলবার (০৯ সেপ্টেম্বর) সুপ্রিম আপিল বিভাগ থেকে স্থগিতাদেশের এ নিদের্শনা প্রশাসনের সংশ্লিষ্ট দপ্তরকে অবহিত করতে নির্দেশনা দেয়া হয়। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপিল বিভাগে আবেদন করা হলে ২৬ আগস্ট শুনানি শেষে এ আদেশ জারি করেন বিজ্ঞ আদালত।  সিভিল পিটিশন ফর লিভ টু আপিল নং ৩১৪৫ অব ২০২৫ আবেদনে বিবাদী করা হয়েছে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনকে।  চেম্বার জজ  বিচারপতি ফারাহ মাহবুব এর আদালত  শুনানী শেষে নির্দেশনা প্রদান করেন- হাইকোর্ট ডিভিশনে গত ০৮ জুলাই  রিট আবেদন (৯৮৯৯-২০২৫) এ প্রদত্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে।“রুলটি যেন হাইকোর্ট ডিভিশনের যথাযথ বেঞ্চ কর্তৃক যত দ্রুত সম্ভব শুনানি শেষে নিষ্পত্তি করা হয় এবং  অবিলম্বে এই আদেশ যেন কার্যকর করা হয়।


প্রসঙ্গত, গত ১৯ মে স্থানীয় সরকার, সমবায় ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের এক আদেশে মাথিউরা ইউনিয়নের চেয়ারম্যান  মোহাম্মদ আমান উদ্দিন সাময়িক বরখাস্ত করা হয়। এরপর ২১ মে ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ আলতাফ হোসেন প্রশাসনের দায়িত্বশীলদের কোন অনুমতি না নিয়ে জোর করে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন শুরু করলে ইউনিয়ন পরিষদের ছয় ইউপি সদস্য একই তারিখে লিখিতভাবে সিলেটের জেলা প্রশাসকের কাছে অভিযোগ করেন। এ ঘটনায় ২২ মে মাথিউরা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে ছাত্র জনতা বিক্ষোভ মিছিল করে আলতাফ হোসেনের অপসারণ দাবি করেন। উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে উপজেলা প্রশাসন তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ কমিটির প্রতিবেদন গত ২৮ মে সিলেটের জেলা প্রশাসক কাছে প্রেরণ করেন। তদন্ত প্রতিবেদনের আলোকে সিলেটের জেলা প্রশাসক গত ৪ জনু বিয়ানীবাজার উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তাকে প্রশাসনিক কর্মকর্তা হিসাকে নিয়োগ করেন।

মাথিউরা ইউনিয়নের সদস্য ও প্যানেল চেয়ারম্যান-১ আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন ইউনিয়ন পরিষদের নীতিমালা অনুয়ারি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে  গত ৪ জুলাই উচ্চ আদালতে রীট  আবেদন করেন। গত ১৩ জুলাই উচ্চ আদালত প্রশাসনের নিয়োগপ্রাপ্ত উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার নিয়োগ ছয় মাসের জন্য স্থগিত করেন এবং প্যানেল চেয়ারম্যান-০১ এর দায়িত্ব পালন করতে আলতাফ হোসেনকে নিদের্শনা প্রদান করেন।

মাথিউরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান-১ আলতাফ হোসেন বলেন, এ বিষয়ে কোন নির্দেশনা এখনো পাইনি। ফেসবুকে দেখেছি। আদালতের নির্দেশনা হাতে পেলে আদালত যেসব নির্দেশ দিয়েছেন সেটি পালন করবো।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মুস্তফা মুন্না বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের শুনানির একটি প্রতিলিপি হোয়াটস আপে পেয়েছি। বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিতকরা হয়েছে। আদালত যেসব সকল নির্দেশনা প্রদান করা করেছেন সেব নির্দেশনা পালন করা হবে।

এই সম্পর্কিত আরো