রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা সিলেটে জামায়াত আমির - নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১ কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল
advertisement
সিলেট বিভাগ

ভাগ্য বদলে গেলে ফিরোজ-আছিয়ার

সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের পশ্চিম গুজাতলী গ্রামের বৃদ্ধ ফিরোজ আলী (৬০)। ৪ সন্তানের জনক ফিরোজ আলী আগে ছিলেন সবজি বিক্রেতা। ১৪ বছর আগে মৌলভীবাজার থেকে সবজি নিয়ে আসার পথে সড়ক দূর্ঘটনায় হারিয়ে ফেলেন একটি পা। চিকিৎসা ব্যায়ে অর্থ হারিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হয় তাকে। এর কিছুদিন পর বড় ছেলে বিয়ে করে পরিবার নিয়ে বসবাস করছেন অন্যত্র। ছোট ছেলেরাও কাজ পান না প্রতিদিন। বাকি দুই ছেলে ও এক মেয়ে স্ত্রীর আহার যোগাতে নেমে পড়ের ভিক্ষায়। ভিক্ষা করে প্রতিদিন আয়  হতো ২থেকে ৩শ টাকা। এইদিয়েই চলত সংসার।

ফিরোজ আলীর মতো আছিয়া বেগম (৫৬)। গোয়ালাবাজার ইউনিয়নের কলারাই গ্রামে বসবাস করছেন পৈত্রিক সূত্রে। পার্শবর্তী বালাগঞ্জ উপজেলার সোনাপুর গ্রামের আব্দুল বারিকের সাথে বিয়ে হলেও স্বামীর বাড়িতে থাকা হয়নি বেশি দিন। ৩সন্তান নিয়ে বাবার বাড়িতে আসলেও ঠাঁই হয়নি আছিয়ার। জীবন যুদ্ধে আছিয়া কলারাই বাজারে একটি কলনীতে বসবাস করেন মাসিক ২হাজার টাকা ভাড়াতে। ৮বছর আগে সড়ক দূর্ঘটনায় তার ছেলে গুরুত্ব আহত হন। সেই ছেলেরও ৪সন্তান। এক মেয়েকে বিয়ে দিলে বাকি তিন সন্তান ও আছিয়ার আরো দুই সন্তানসহ পরিবারে মোট সদস্য সংখ্যা ৮জন। এই সংসার চালাতে মাঝে মাঝে ভিক্ষা করতে হয় বৃদ্ধা আছিয়াকে। তবে, এই পেশায় থাকতে চান না তিনি। তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিস্কারের কাজ করেন মাঝে মাঝে। 

আছিয়া ও ফিরোজ আলীর কষ্টগাঁথা জীবনের ইতি টানতে এগিয়ে আসেন উপজেলা সমাজ সেবা কার্যালয়। ভিক্ষুক পূর্ণবাস ও বিকল্প কর্মসংস্থানের আওতার ফিরোজ আলীকে ব্যাটারি চালিত অটোরিকশা ও আছিয়া বেগমকে একটি ভ্রাম্যমান মোদি দোকান উপহার দেন। এই কর্মসংস্থানই ছিল যেন তাদের পূর্ব স্বপ্ন। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে অটোরিকশা ও ভ্রাম্যমান দোকান হস্থান্তর করা হয়। স্বপ্ন পূরণ হওয়ায় আবেগে আপ্লপ্ত হয়ে পড়েন ফিরোজ-আছিয়া।

এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবা কার্যালয়ের সিলেটের বিভাগীয় পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল রফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ নাজিম উদ্দিন, রফিকুল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জয়তী দত্ত, ভারপাপ্ত ইউপি চেয়ারম্যান ছালিক আহমদ, ইউনিয়ন সমাজকর্মী মশিউর আলম মুছা। 

এর আগে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা পর্যায়ে বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষ ও সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আন্তভূক্তি মূলক উপকারভূগী নির্ধারণে চেলেঞ্জ এবং সামাধান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা

সিলেটে জামায়াত আমির নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান

সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১

কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে

দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল