বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

কমলগঞ্জে ধানক্ষেত থেকে গলাকাটা যুবকের লাশ উদ্ধার

মৌলভীবাজারের কমলগঞ্জে একটি ধানক্ষেত থেকে লিটন মিয়া (২৭) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার পতনঊষার ইউনিয়নের পশ্চিম নন্দগ্রামে মসজিদের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত লিটন ওই গ্রামের সত্তার মিয়ার ছেলে। এই নৃশংস হত্যাকাণ্ড এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আতঙ্কের সৃষ্টি করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে গ্রামের লোকজন মসজিদের পাশে লিটনের জবাই করা লাশ দেখতে পেয়ে দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ি পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা সত্তার মিয়া অভিযোগ করে বলেন, পূর্ববিরোধের জের ধরে প্রতিপক্ষ শামীমসহ কয়েকজন পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করেছে। তিনি দ্রুত এই হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন।

স্থানীয়দের দাবি, নিহত লিটনের সঙ্গে গ্রামের একাধিক মানুষের বিরোধ ছিল। তবে এভাবে নৃশংসভাবে হত্যার ঘটনা গ্রামের মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। সরেজমিনে গিয়ে দেখেছি পুলিশ লাশ উদ্ধার করছে। হত্যার কারণ উদঘাটনে তদন্ত চলছে।

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওবায়দুল হক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা এখনও নিশ্চিত নয়। নিহতের পরিবার এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দেয়নি। পুলিশ ঘটনার তদন্ত করছে এবং জড়িতদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছে।

এই হত্যাকাণ্ডকে ঘিরে এলাকায় এক ধরণের চাপা উত্তেজনা বিরাজ করছে। দ্রুত এই ঘটনার রহস্য উদঘাটন এবং দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এই সম্পর্কিত আরো