রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা সিলেটে জামায়াত আমির - নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১ কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল
advertisement
সিলেট বিভাগ

ভূঁইফোড় সাংবাদিকদের বিষয়ে জিরো টলারেন্স ঘোষণা

সিলেটে কর্মরত গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন সদ্য যোগ দেওয়া জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এ সভায় তিনি সাংবাদিকদের পেশাদারিত্ব, নৈতিকতা ও দায়িত্ববোধের ওপর গুরুত্বারোপ করেন। একইসঙ্গে ভূঁইফোড় সাংবাদিকতা ও তদবির সংস্কৃতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান।

মতবিনিময় সভায় ডিসি সারওয়ার আলম বলেন, “আমি ঘুষ খাইনি, ঘুষ খাই না এবং ভবিষ্যতেও খাবো না। কারো ব্যক্তিগত স্বার্থে কিংবা কোনো কমিউনিটির নাম ব্যবহার করে যদি আমার কাছে তদবির আসে, তা কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রশাসনকে পেশাদারভাবে পরিচালনা করতে হলে এসব অনৈতিক চাপ মোকাবেলা করতে হবে।”

তিনি আরও বলেন, “সাংবাদিকতা একটি মহান পেশা। তবে এই পেশাকে যারা নিজের স্বার্থে অপব্যবহার করছেন, সাংবাদিক নামধারী হয়ে অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছেন—তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ভূঁইফোড় সাংবাদিকদের বিষয়ে আমরা জিরো টলারেন্স নীতিতে থাকবো।”

সভায় সিলেটে কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও নিবন্ধিত অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিরা অংশ নেন এবং জেলা প্রশাসনের সঙ্গে সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতা ও পেশাগত সম্পর্ক উন্নয়ন নিয়ে মতামত প্রদান করেন। তারা সংবাদ সংগ্রহে প্রশাসনের সহযোগিতা এবং তথ্যপ্রাপ্তির ক্ষেত্রে আরও স্বচ্ছতা ও গঠনমূলক মনোভাব প্রত্যাশা করেন।

জেলা প্রশাসক সাংবাদিকদের এসব প্রস্তাবে সম্মতি জানিয়ে বলেন, প্রশাসন ও গণমাধ্যমের মধ্যে সুস্থ ও পারস্পরিক শ্রদ্ধার সম্পর্ক থাকা জরুরি। “গঠনমূলক সমালোচনা থাকলে আমরা তা অবশ্যই গ্রহণ করবো। তবে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো বা উদ্দেশ্যপ্রণোদিত সংবাদ কখনোই কাম্য নয়,”—বলেন তিনি।

সভা শেষে জেলা প্রশাসক সাংবাদিকদের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরিচিত হন এবং সিলেটের সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানান।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা

সিলেটে জামায়াত আমির নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান

সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১

কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে

দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল