মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী মাওলানা হাবিবুর রহমান - জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ মির্জা ফখরুল - যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান সত্যিই প্রেম করছেন শ্রীলীলা? অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান
advertisement
সিলেট বিভাগ

অবৈধভাবে বালু উত্তোলনে ১৬ জনের কারাদণ্ড, একজন মুচলেকায় মুক্ত

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্ত এলাকার কলাগাও ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে ১৭ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ২টি নৌকা এবং আনুমানিক ৬০০ ফুট বালু জব্দ করা হয়।

রবিবার বিকেলে উপজেলা প্রশাসন ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করে।

খোঁজ নিয়ে জানা গেছে, দীর্ঘদিন ধরে সীমান্ত এলাকা একটি বালু খেকো চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছি। এরই ধারাবাহিক বিকেলে বালু উত্তোলন করছে খরব পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক ও ওসি দেলোয়ার হোসেনের নেতৃত্ব যৌথ অভিযান পরিচালিত করে ১৭ জনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১৬ জন কে ৩০ দিন করে কারাদণ্ড ও ১ জনকে মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় প্রদান করা হয়। এছাড়াও আটককৃত নৌকা এবং বালি পরবর্তী নির্দেশ না দেওয়া পযন্ত তাহিরপুর থানা পুলিশ এর জিম্মায় রাখা নির্দেশনা দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতে ম্যাজিষ্ট্রেট মোঃ মেহেদী হাসান মানিক।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন- উপজেলা উত্তর শ্রীপুর ইউনিয়নের বাশঁতলা গ্রামের মোঃ রঙ্গু মিয়ার ছেলে মোঃ আনোয়ার হোসেন(২৫),জামালপুর গ্রামের মৃত আব্দুল আজিজ এর ছেলে মোশাহিদ(২৫),একেই গ্রামের মোঃ সাজিনুর এর ছেলে মোঃ ইজাজুল (১৯),মৃত মহিউদ্দিন এর ছেলে মোঃ আজিম উল্লাহ (২৩), মোঃ আতাবুর রহমান এর ছেলে মোঃ রুবেল মিয়া (২২),মৃত মোঃ হালু মিয়া এর ছেলে হেলামিন (২৪), মোঃ সামসুল নূর এর ছেলে মোঃ খসরু (২৩),মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম (২৪),মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ কবির হোসেন (৩০),জমির হোসেন এর ছেলে মোঃ হোসাইন (২৯),মোঃ মর্তুজ আলী এর ছেলে সাগর (১৯),মোঃ আসাদ নূর এর ছেলে মোঃ এবাদুল (১৯),মোঃ আতাউর রহমান এর ছেলে মোঃ জুবায়েল (১৯), মোঃ ফালু মিয়া এর ছেলে আমিন (২২),মোঃ আরজ আলী এর ছেলে মোঃ আবিদ নূর (১৯) ও আব্দুল আলী এর ছেলে মোঃ সাজারুল হোসেন (২০)।

এর সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান মানিক। তিনি জানান, উপজেলা কোনো অনিয়ম সহ্য করা হবে না। সরকারী নিয়মনীতি মেনে সবাইকে চলতে হবে এবং আইন সবার জন্য সমান। আমি আমার উপজেলা কাউকে কোনো অনিয়ম করতে দেবো না। অনিয়মের অভিযোগ ও তথ্য পেলেই পদক্ষেপ গ্রহণ করা হবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। যৌথ অভিযানে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে তাহিরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি দেলোয়ার হোসেন জানান, কারাদণ্ড প্রাপ্ত্যদের সোমবার সকালে কারাগারে পাঠানো হবে। আমাদের পক্ষ থেকে অনিয়মকারীদের বিরুদ্ধে আইনগত কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে। কোনো ছাড় দেয়া হবে না।

এই সম্পর্কিত আরো

সুবিপ্রবি নির্ধারিত জায়গায় দ্রুত স্থাপনের লক্ষে বৃহত্তর সুনামগঞ্জবাসীর স্বারকলিপি

খুনী হাসিনা বিদেশে পালিয়েও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন : কাইয়ুম চৌধুরী

মাওলানা হাবিবুর রহমান জামায়াত একটি বৈষম্যহীন মানবিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে

সিলেটের টিলা কাটা বন্ধে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন

সিলেটে সীমান্তে সোয়া কোটি টাকার চোরাচালান জব্দ

নেপালের সংঘর্ষ ও মৃত্যুর ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

মির্জা ফখরুল যারা ভাবছেন নির্বাচনে বিঘ্ন ঘটালে উপকৃত হবেন, ভুল করছেন

জনগণই বিএনপির শক্তির একমাত্র উৎস : তারেক রহমান

সত্যিই প্রেম করছেন শ্রীলীলা?

অসুস্থ যুবদল নেতার চিকিৎসার দায়িত্ব নিলেন তারেক রহমান