মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক ও বিআরডিবির ভাইস চেয়ারম্যান মো: কামাল হোসনেকে ডেভিল হান্টের মামলায় গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরে তাকে মৌলভীবাজার আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ভুকশমিইল ইউনিয়নের রসুলগঞ্জবাজার থেকে কামাল হোসেনকে গ্রেফতার করা হয়।
কুলাউড়া থানার ওসি ওমর ফারুক জানান, আটককৃত কামাল হোসেন ডেভিল হান্টের তালিকাভুক্ত এবং বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাকে আটক করা হয়েছে।
জানা যায়, গ্রেফতারকৃত কামাল হোসেন ফ্যাসিস্ট হাসিনা পালানোর পর আওয়ামী লীগকে পুনর্বাসন করতে গোপনে নেতা কর্মীদের সক্রিয় করার চেষ্টা করছেন। এখনও বিভিন্ন সভা-সমাবেশে এলাকার সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন তিনি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে।