সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
নিলামের জন্য রাখা পাথর বিক্রির অভিযোগ জিম্মাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে রশিদপুরে নতুন গ্যাসের সন্ধান, দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট পাওয়ার আশা নতুন সভাপতি-সহ সভাপতি ও ৯জন পরিচালক পেল সিলেট উইমেন চেম্বার পাথারিয়ায় ২৫০ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ শান্তিগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় তরুণীর লাশ উদ্ধার সিলেট উইমেন্স চেম্বার পরিচালক পদে বিজয়ী তাহমিনা সুহৃদ সমাবেশে বক্তারা - সিলেটের উন্নয়নের প্রশ্নে সকল রাজনৈতিক দলকে এক হতে হবে দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত খেলা নিয়ে বিরোধ - বিয়েতে যাওয়ার পথে সংঘর্ষ,আহত-২০ খানাখন্দে বেহাল বেগমপুর-কালনীচর সড়ক ভোগান্তিতে ৩ উপজেলাবাসী
advertisement
সিলেট বিভাগ

নিলামের জন্য রাখা পাথর বিক্রির অভিযোগ জিম্মাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে

সিলেট সদর উপজেলার ধোপাগুল বাজার এলাকায় নিলামের জন্য জব্দকৃত প্রায় ৬১ হাজার ৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর বিক্রির অভিযোগ উঠেছে প্রধান জিম্মাদার, তফসিলদার এবং দুটি স্টোন ক্রাশার প্রতিষ্ঠানের বিরুদ্ধে। বাংলাদেশ সরকারের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো (বিএমডি) কর্তৃক আয়োজিত নিলামের আগেই এই ঘটনা ঘটায় স্থানীয় ব্যবসায়ী মহলে ব্যাপক ক্ষোভ ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

জানা যায়, জব্দকৃত এই বিপুল পরিমাণ পাথর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ স্থানীয় খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিনের জিম্মায় দেন। তাকে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসন থেকে তফসিলদার ও স্থানীয় গ্রাম্য পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছিল। পরবর্তীতে বিএমডি এই পাথরের নিলাম আহ্বান করে এবং তিনটি প্রতিষ্ঠানকে নিলামে অংশগ্রহণের জন্য মনোনীত করে। অভিযোগ উঠেছে যে, এই তিন প্রতিষ্ঠানের মধ্যে একটিকে পাথর সরবরাহের জন্য মনোনীত করা হবে জানতে পেরে জিম্মাদার নাজিম উদ্দিন মেম্বার, তফসিলদার এবং কর্ণফুলী ও ফাইরস্টার স্টোন ক্রাশারের যোগসাজশে ৪ হাজার ঘনফুট পাথর বিক্রি করেছেন, যার আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা।

আরও জানা গেছে, নাজিম উদ্দিন মেম্বার ছিলেন পাথরের প্রধান জিম্মাদার এবং তাকে সহযোগী হিসেবে সদর উপজেলা প্রশাসন তফসিলদার ও স্থানীয় প্রশাসনকে দায়িত্ব দিয়েছিল। তবে, অভিযোগ অনুযায়ী, নাজিম উদ্দিন মেম্বার, তফসিলদার, কর্ণফুলী ও ফাইরস্টার স্টোন ক্রাশারের মালিকরা কোনোকিছু পরোয়া না করে আজ রোববার (৭ সেপ্টেম্বর) জিম্মায় রাখা ভাঙা পাথরগুলো বিক্রি করেছেন।

একজন বিক্ষুব্ধ ব্যবসায়ী বলেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নাজিম উদ্দিন মেম্বারের কাছে ভাঙা সাদা পাথর জিম্মা দেয়। কিন্তু নাজিম মেম্বার কীভাবে এসব পাথর বিক্রি করেন? আর তার বাড়ি তো পাথর রাখার স্থানের কাছেই, জোরপূর্বক কেউ নিয়ে যাওয়ার কথাও নয়।

তিনি দাবি করেন যে, পাথরের বিক্রির সাথে জিম্মাদার নাজিম উদ্দিন মেম্বার, তফসিলদার, কর্ণফুলী ও ফাইরস্টার স্টোন ক্রাশারের মালিকরা জড়িত রয়েছেন, কারণ একা তার পক্ষে এত পরিমাণ পাথর বিক্রি করা সম্ভব নয়।

এ বিষয়ে ফাইরস্টার স্টোন ক্রাশারের স্বত্ত্বাধিকারী মামুন আহমদের সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ মিথ্যা দাবি করে বলেন, ৬১ হাজার ৯০০ ঘনফুট ভাঙা সাদাপাথর রাখার কথা বলা হলেও বাস্তবে এত পাথর রাখা হয়নি।

এবিষয়ে নাজিম উদ্দিন মেম্বার বলেন, একটি ট্রাক লোড করে পালিয়ে গিয়ে ছিল, তবে আমরা তার পিছনে গাড়ি পাঠিয়েছি। আমার বিরুদ্ধে যারা অভিযোগ করেছে তাদেরকে ফায়দা না দেওয়ায় এসব অভিযোগ করেছে।

তফসিলদারের মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার ফোন বন্ধ থাকায় কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোশনূর রুবাইয়াৎ মুঠোফোনে জানান, আমরা নিলামের পাথরগুলো স্থানীয় নাজিম উদ্দিন মেম্বারের জিম্মায় দিয়েছি এবং তাকে সহযোগিতা করার জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দিয়েছি। পাথর বিক্রির একটি অভিযোগ আমরা পেয়েছি, আমরা তদন্ত কমিটি করব।

তিনি আরও বলেন, বিভিন্ন জায়গায় পাথর রাখার কারণে বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, তবে উপজেলা প্রশাসন এসব স্থানে আরও কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে।

এই সম্পর্কিত আরো

নিলামের জন্য রাখা পাথর বিক্রির অভিযোগ জিম্মাদার ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে

রশিদপুরে নতুন গ্যাসের সন্ধান, দৈনিক ১০ মিলিয়ন ঘনফুট পাওয়ার আশা

নতুন সভাপতি-সহ সভাপতি ও ৯জন পরিচালক পেল সিলেট উইমেন চেম্বার

পাথারিয়ায় ২৫০ পরিবারের মাঝে ভিজিডি চাল বিতরণ

শান্তিগঞ্জে রান্নাঘরে ঝুলন্ত অবস্থায় তরুণীর লাশ উদ্ধার

সিলেট উইমেন্স চেম্বার পরিচালক পদে বিজয়ী তাহমিনা

সুহৃদ সমাবেশে বক্তারা সিলেটের উন্নয়নের প্রশ্নে সকল রাজনৈতিক দলকে এক হতে হবে

দক্ষিণ সুরমায় ইউএনওর গাড়িচাপায় কৃষক নিহত

খেলা নিয়ে বিরোধ বিয়েতে যাওয়ার পথে সংঘর্ষ,আহত-২০

খানাখন্দে বেহাল বেগমপুর-কালনীচর সড়ক ভোগান্তিতে ৩ উপজেলাবাসী