রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

ঠিকাদার পলাতক, বিয়ানীবাজারে স্থানীয়দের উদ্যোগে সংস্কার কাজ শুরু

২০২২ সালের ভয়াবহ বন্যায় সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলের মতো বিয়ানীবাজার-টু-সারপার সড়কও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে বড় বড় গর্ত সৃষ্টি হয়। কয়েকটি জায়গায় মাটির নিচ থেকে নালা বের হয়ে রাস্তায় দেবে যায়। দীর্ঘ সময় ধরে সংস্কারের অভাবে এই সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি সীমাহীন পর্যায়ে পৌঁছে। বিশেষ করে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, কৃষক এবং রোগী পরিবহনের ক্ষেত্রে এ সড়ক মারাত্মক প্রতিবন্ধকতা সৃষ্টি করে। বর্ষার সময় ভাঙাচোরা রাস্তা পানিতে তলিয়ে গিয়ে দুর্ঘটনার ঝুঁকিও বাড়িয়ে দেয়।

সরকারি বরাদ্দে কিছু অংশে সংস্কার কাজ শুরু হলেও ঠিকাদারের অবহেলা, অনিয়ম এবং শেষ পর্যন্ত পলাতক হয়ে যাওয়ার কারণে কাজ সম্পূর্ণ হয়নি। ফলে বহু বছর ধরে সড়কটি ব্যবহার অনুপযোগী অবস্থায় পড়ে থাকে। জনদুর্ভোগ লাঘবে সরকারি উদ্যোগ কার্যত স্থবির হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দারা।

এমন পরিস্থিতিতে প্রবাসী বিয়ানীবাজারবাসী ও এলাকার বিত্তবান ব্যক্তিরা স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসেন। তাদের অর্থায়ন ও সার্বিক সহযোগিতায় অবশেষে তাজপুর টু সারপার সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে। রোববার দুপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সংস্কার কাজের উদ্বোধন করেন মুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ আল মামুন। 

উদ্বোধনকালে উপস্থিত ছিলেন সংযুক্ত আরব আমিরাত প্রবাসী আব্দুল মতিন, সমাজসেবক আলিম উদ্দিন, ইউপি সদস্য জামাল উদ্দিন, শিক্ষক আলমগীর হোসাইন, সমাজকর্মী জহিরুল ইসলাম, খায়রুল ইসলাম ও এবাদুর রহমান, সাংবাদিক আহমদ রেজা চৌধুরী, মোকামরোড টু সারপার সিএনজি স্টেশনের সভাপতি বদরুল ইসলাম ও সেক্রেটারি আমিনুল ইসলাম আমিন সহ আরো অনেকে। 

উদ্বোধনকালে চেয়ারম্যান ফরিদ আল মামুন বলেন, এই প্রসংশনীয় উদ্যোগ কেবল সড়ক সংস্কার নয়, এটি জনকল্যাণমূলক কাজে ঐক্যবদ্ধ হওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

এসময় স্থানীয়রা প্রবাসী ও স্থানীয় বিত্তবানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, এলাকাবাসীর দাবি, শুধু তাজপুর টু সারপার অংশ নয়, পুরো বিয়ানীবাজার-টু-সারপার সড়ক সংস্কার করা জরুরি। কারণ প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক ব্যবহার করে। দীর্ঘদিনের দুর্ভোগ দূর করতে সংশ্লিষ্ট প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

এই সম্পর্কিত আরো