রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা সিলেটে জামায়াত আমির - নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১ কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল
advertisement
সিলেট বিভাগ

সুনামগঞ্জে মুশতাক আহমদের হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা মুস্তাক আহমদ গাজীনগরী হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) বাদ আসর সুনামগঞ্জ জেলা জমিয়ত আয়োজিত বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত হয়।

হত্যাকারীদের দ্রুত গ্রেফতার না করা হলে আগামিকাল দিরাই রাস্তা অবরোধ করার হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।

এর আগে বাদ যোহর জেলার শান্তিগঞ্জ, জগন্নাথপুর, দিরাই, শাল্লা, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ধর্মপাশা ও জামালগঞ্জ উপজেলায় পৃথক বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জমিয়তের নেতাকর্মীসহ সর্বস্তরের বিক্ষুদ্ধ জনতা।

সুনামগঞ্জ জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জেলা জমিয়তের সহসভাপতি মাওলানা আবুল ফজল, মাওলানা আব্দুল কাদির, সাধারণ সম্পাদক ও শান্তিগঞ্জ উপজেলার সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি সাখাওয়াত হোসেন মোহন, সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন, ইসলামি আন্দোলনের সভাপতি মুফতি শহিদুল ইসলাম পলাশী, জেলা জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, বাংলাদেশ খেলাফত মজলিসের সহসেক্রেরটারী মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, মাওলানা মুখলিছুর রহমান প্রমুখ।

জমিয়ত নেতা মাওলানা আরশাদ নোমান ও মাওলানা ত্বোহা হোসাইনের যৌথ পরিচালনায় আরো বক্তব্য রাখেন, জেলা জমিয়ত নেতা মাওলানা নুরুল মুত্তাকিন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, সদর উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা রমজান হোসাইন, শান্তিগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সুনামগঞ্জ পৌরসভা সাধারণ সম্পাদক মুফতি মুবাশ্বির আলী, মাওলানা আব্দুল্লাহ, মাওলানা আলীনুর আহমদ আল হাদী, যুবনেতা আসআদ আহমদ, ছাত্রনেতা সোহাইল আহমদ ইয়াহইয়া প্রমুখ।

প্রতিবাদ সভায় জেলার বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ সংহতি প্রকাশ করে বলেন, একজন সহজ সরল আলেমে দ্বীনকে এভাবে গুম করে নির্মমভাবে হত্যা করা হতে পারে, তা কোন সভ্য সমাজে কল্পনা করা যায়না। হত্যাকান্ডের আজ ৪ দিন পেরিয়ে গেলেও এখনো খুনীদের গ্রেফতার না করায় প্রশাসনের উপর ক্ষোভ প্রকাশ করে বক্তারা বলেন, জমিয়তের নেতৃবৃন্দ বারবার প্রশাসনের দ্বারস্থ হয়েও সন্তোসজনক কোন শান্তনা পায়নি যা খুবই দুঃখজনক।

বক্তারা হুঁশিয়ার উচ্চারণ করে বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। তা না হলে শান্ত সুনামগঞ্জকে অশান্ত করার কোনো দুর্ভিসন্ধিমূলক পায়তারা জমিয়ত মেনে নেবে না।

প্রতিবাদ সভা শেষে মাওলানা মুশতাক আহমদ গাজী নগরীর খুনীদের দ্রুত গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা

সিলেটে জামায়াত আমির নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান

সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১

কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে

দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল