দৈনিক শ্যামল সিলেটের বার্তা সম্পাদক আবুল মোহাম্মদ এর বড় ভাই আনোয়ার হোসেন’র স্ত্রী পারুল বেগম ইন্তেকাল করেছেন।
শুক্রবার (৯ সেপ্টেম্বর) রাত ৯টায় নগরীর মাছিমপুর এলাকার দোয়েল-১৭ নম্বর বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে মরহুমার বয়স হয়েছিল ৫৩ বছর। তিনি ১ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমার জানাযার নামাজ শনিবার (১০ সেপ্টেম্বর) যোহরের নামাজের পর মাছিমপুর জামে মসজিদে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন দৈনিক শ্যামল সিলেটের সম্পাদক ও প্রকাশক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও নির্বাহী সম্পাদক আবদুল মুকিত।