সুনামগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে প্রায় আড়াই কোটি টাকার সরকারি ওষুধ মেয়াদোত্তীর্ণের সুষ্টু তদন্ত ও দ্রুত সময়ের ভিতরে আইসিইউ চালু করার দাবিতে মানববন্ধন করেছে হিউম্যানেটি ক্লাব।
শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টায় সুনামগঞ্জ শহরের আলফাত উদ্দিন স্কয়ার (ট্রাফিক পয়েন্টে) এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী মুজাহিদুল ইসলাম মজনুর সভাপতিত্বে ও হিউম্যানেটি ক্লাবের সভাপতি সুহেল আলমের সঞ্চালনায় বক্তারা সুনামগঞ্জ সদর হাসপাতালের অনিয়ম দুর্নীতির চিত্র তুলে ধরেন। এবং ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের স্টোর রোমে আড়াই কোটি টাকার ওষুধ মেয়াদোত্তীর্ণ হওয়ার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং আইসিইউ দ্রুত চালু করার জোর দাবি জানান।
বক্তারা বলেন, ইতোমধ্যে দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তার কার্যকর পদক্ষেপ দেখতে চায় সুনামগঞ্জবাসী। তদন্তে দোষীদের বিচারের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। এর ব্যতিক্রম হলে সামনে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জর্জ কোর্টের স্পেশাল পিপি (মানবপাচার) ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট আনিসুজ্জামান শামীম, অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট আমিরুল হক, মানবাধিকার কর্মী নুরুল হক।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সুজনের জেলা সহসভাপতি নুরুল হাসান আতাহের, সাধারণ সম্পাদক ফজলুল করিম সাইদ, হাওর ও নদী রক্ষা আন্দোলনের যুগ্ম আহ্বায়ক রাজু আহমেদ, ওবায়দুল হক মিলন, ওবায়দুল মুন্সী, সাংবাদিক শামসুল কাদির মিছবাহ, আব্দুল বাছির, মাওলানা মামুনুর রশীদ, শফিউল আলম, শেখ সামায়ূন রাশেদ প্রমূখ।