সুনামগঞ্জের দিরাইয়ে চার বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার আসামি ইমরানকে (১৫) গ্রেপ্তার করেছে দিরাই থানা পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দিরাই পৌর শহরের থানা রোড এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ইমরান উপজেলার ধনপুর গ্রামের মৃত আব্দুল মুত্তালিবের ছেলে।
পুলিশ জানায়, গত ১৪ আগস্ট বিকেল তিনটার দিকে খেলার ফাঁকে ফাঁকা ঘরে নিয়ে চার বছরের শিশুকে ধর্ষণ করে ইমরান। পরে কান্নারত অবস্থায় শিশুটিকে দেখে পরিবারের সদস্যরা কারণ জানতে চাইলে সে মায়ের কাছে ঘটনার বিস্তারিত জানায়।
ঘটনার পর শিশুটির বাবা বাদী হয়ে দিরাই থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন পলাতক থাকার পর শুক্রবার রাত আটটার দিকে অভিযান চালিয়ে পৌর শহর থেকে ইমরানকে আটক করা হয়।
দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, ৪ বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামি ইমরানকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।