রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
রবিবার, ০৯ নভেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা সিলেটে জামায়াত আমির - নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১ কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল
advertisement
সিলেট বিভাগ

বিএনপি মানেই উন্নয়ন: এমরান চৌধুরী

সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই এদেশের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। বিএনপি মানেই উন্নয়ন। তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী পতিত আওয়ামী লীগ সরকার দেশে কোনো উন্নয়ন করেনি, বরং দেশটাকে লুটপাট করেছে।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাদেপাশা ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গোলাপগঞ্জে ৭ জন শহিদ হয়েছেন, যা অত্যন্ত বেদনাদায়ক। এ সময় অসংখ্য লোক আহত হয়েছেন। তিনি দাবি করেন, বিগত এই ফ্যাসিবাদী সরকার গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলায় কোনো রাস্তাঘাট নির্মাণ করেনি, বরং প্রতিটি রাস্তা ভেঙেচুরে একাকার। নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে এবং কোনো ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়নি। তিনি প্রতিশ্রুতি দেন, আগামী নির্বাচনে বিএনপি ক্ষমতায় এলে বাদেপাশা ইউনিয়নের রাকুয়ারবাজারের রাস্তা নির্মাণ করা হবে এবং নদীভাঙন রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং তার হাত ধরেই এদেশের উন্নয়নের যাত্রা শুরু হয়েছিল। আমাকে বিএনপির একজন কর্মী হিসেবে গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারবাসী অনেক ভালোবাসে। যেখানেই যাচ্ছি সেখানেই ব্যাপক সাড়া পাচ্ছি। আমি তাদের ভালোবাসার কাছে চিরঋণী।

অ্যাডভোকেট এমরান চৌধুরী কুশিয়ারা এলাকার উন্নয়নের বঞ্চনার কথা উল্লেখ করে বলেন, দীর্ঘদিন ধরে এই এলাকার লোকজন উন্নয়ন থেকে বঞ্চিত। এই এলাকাকে প্রাধান্য দিয়ে উন্নয়নমূলক কাজ করা হবে। তিনি গোলাপগঞ্জ ও বিয়ানীবাজারে পৃথক দুটি প্রাইভেট বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করবেন বলেও ঘোষণা দেন, যাতে এই দুই উপজেলার মেধাবী শিক্ষার্থীরা উন্নত শিক্ষা লাভের সুযোগ পায়।

স্থানীয় রাকুয়ারবাজারস্থ বাদেপাশা ইউনিয়ন পরিষদ মাঠে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাদেপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি লোকমান উদ্দিন লকুছ। সাধারণ সম্পাদক মো. শাহিন উদ্দিনের পরিচালনায় এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-মানবাধিকার বিষয়ক সম্পাদক মিনহাজ আহমদ, বাদেপাশা ইউনিয়ন বিএনপির সহসভাপতি চৌধুরী মহিউদ্দিন বিবুল, মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আব্দুল আহিজ, ঢাকাদক্ষিণ সরকারি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সুলতান আহমদ, উপজেলা বিএনপির সহসভাপতি মোহাম্মদ আব্দুল জলিল সাবু, সিলেট ল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশিদ আহমদ মুন্না, শাহাব উদ্দিন ডাহেদ এবং পৌর শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ফারুক আহমদ।

এই সম্পর্কিত আরো

সুনামগঞ্জে বিপ্লবী সাংবাদিক ফজলুল হক সেলবর্ষীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনাসভা

শিক্ষানুরাগী ও সমাজসেবক সাবেক ইউপি চেয়ারম্যান চেরাগ আলীকে সংবর্ধনা

সিলেটে জামায়াত আমির নির্বাচনে আ. লীগকে যুক্ত করার প্রশ্নই আসে না

কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের নতুন কমিটি নেতৃত্বে  আবুল ও সোহরাব

কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা এই সরকারের কাজ নয়: তারেক রহমান

জাসদ কুলাউড়া উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি হান্নান

সিলেটে পুলিশের অভিযান: চুরি হওয়া ৬টি অটোরিকশা উদ্ধার, আটক ১

কুলাউড়ায় শুভসংঘের সেলাই প্রশিক্ষণ কেন্দ্রের উদ্বোধন

হেডফোনের নেশা: সিলেটে তরুণদের শ্রবণশক্তি ঝুঁকিতে

দিরাই-শাল্লায় বিএনপির প্রার্থী নিয়ে ধোঁয়াশা, তাকিয়ে আছে তৃণমূল