বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

সিলেটজুড়ে উৎসবমুখর পরিবেশে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তার ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সারা দেশের ন্যায় সিলেটজুড়ে বর্ণাঢ্য আনন্দ র‌্যালি, আলোচনা সভা, পতাকা উত্তোলন, কেক কাটা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে উদযাপন করেছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমান, চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি গণতন্ত্র, স্বাধীনতা ও উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বলে নেতাকর্মীরা তাদের বক্তৃতায় উল্লেখ করেন।


বালাগঞ্জ প্রতিনিধি জানান:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসের বাঙালি অধ্যুষিত এলাকা ক্যাথসিমারের একটি অভিজাত রেস্টুরেন্টে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়েছে। বালাগঞ্জ উপজেলার সর্বস্তরের জাতীয়তাবাদী পরিবারের পক্ষ থেকে ১লা সেপ্টেম্বর এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজ্জাদ আহমেদ এবং পরিচালনা করেন ইয়াসিন আলি তালুকদার। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন জাকারিয়া আহমেদ।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন—শেখ সাবুল আহমেদ সাবেক সাধারণ সম্পাদক যুবদল পূর্ব গৌরীপুর ইউনিয়ন ও যুগ্ম সম্পাদক গ্রিস যুবদল, শেখ আল মাসুম সেলিম আহমেদ সাবেক ছাত্রনেতা বোয়ালজুর ইউনিয়ন, নজরুল ইসলাম।সাবেক সভাপতি ছাত্রদল পূর্ব গৌরীপুর ইউনিয়ন, এনামুল হক, সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রদল, আতাউর রহমান তালুকদার আরাফাত সাবেক ছাত্রদল নেতা বালাগঞ্জ উপজেলা, আজিজুর রহমান ওয়েস সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান বাজার ইউনিয়ন ছাত্রদল, আবদুল জলিল সাবেক ছাত্রনেতা ও যুবদল ফ্রান্স, মিলাদ আহমেদ সাবেক ছাত্রনেতা সিলেট মহানগর, সালেহ আহমেদ সাবেক ছাত্রদল নেতা বালাগঞ্জ, শেখ জুনেদ আহমেদ সাবেক ছাত্রদল নেতা ও যুবদল ফ্রান্স, এনাম আহমেদ বাদশা, সাবেক ছাত্রদল নেতা ও যুবদল ফ্রান্স,  সুলতান আহমদ সাবেক যুবদল নেতা বালাগঞ্জ উপজেলা, হাবিবুর রহমান হাবিব সাবেক ছাত্রদল নেতা ও যুবদল ফ্রান্স, মুন্না আহমদ  সাবেক ছাত্রনেতা, আবুল কালাম সাবেক ছাত্রনেতা ও যুবদল ফ্রান্স ও শেখ সামি ছাত্রদল নেতা ফ্রান্স।


বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত সকল কর্মসূচি পালন করা হবে। জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থাকার প্রত্যয় ব্যক্ত করেন তারা। বক্তারা আরও বলেন, সিলেটের প্রিয় নেতা এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার ঘটনাকে অত্যন্ত দুঃখজনক উল্লেখ করে অবিলম্বে তার সন্ধান ও গুমের সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।


এছাড়া ফ্রান্সে বালাগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীদের নিয়ে একটি শক্তিশালী ফোরাম গঠনের বিষয়ে আশাবাদ ব্যক্ত করা হয় এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।


সবশেষে “সংগ্রাম ও গৌরবের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী” উপলক্ষে কেক কেটে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। সভাপতি সাজ্জাদ আহমেদ উপস্থিত সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করেন।


বিয়ানীবাজার প্রতিনিধি জানান:
বিয়ানীবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলা মিলনায়তনে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। 


আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম। তিনি বলেন, বিএনপি এদেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।


উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট আহমদ রেজার সভাপতিত্ব বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জিয়াউল বারী চৌধুরী ও নজরুল ইসলাম খান, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল হুদা বাবুল, উপজেলা বিএনপির সহ-সভাপতি অহিদ আহমদ তালুকদার, আতাউর রহমান আতা ও হারুনর রশীদ, সাবেক যুগ্ম সম্পাদক সাইফুর রহমান সাইফসহ আরও অনেকে।


বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও অবদান তুলে ধরে বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।


অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপির বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা অংশগ্রহণ করেন।


বিশ্বনাথ প্রতিনিধি জানান :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেটের বিশ্বনাথে বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ‘বিশ্বনাথ উপজেলা ও পৌর’ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে বিজয় র‌্যালী ও পথসভা অনুষ্ঠিত হয়।


পৌর শহরের নতুন বাজার এলাকাস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামন থেকে র‌্যালীটি শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে প্রবাসী চত্বরে অনুষ্ঠিত পথসভাস্থলে এসে শেষ হয়।


এর পূর্বে উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের খন্ড খন্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে জড়ো হন। উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীর সভাপতিত্বে ও পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শামছুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পথসভায় বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মঈনুল হক, বিশ্বনাথ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক লিলু মিয়া।


সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক শামছুল ইসলাম। সভায় বক্তব্য বলেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও তৃণমূল পর্যায়ের মানুষকে উন্নয়ন পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’ প্রতিষ্ঠা করে ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।


আজ সেই বিএনপিই মানুষের সকল আশা-ভরসার আশ্রয়স্থলে পরিণত হয়েছে। বিএনপি মানেই উন্নয়ন, বিএনপি মানেই মানুষের অধিকার প্রতিষ্ঠিত হওয়া। আর বর্তমানে এক শ্রেণীর মানুষ বিএনপিকে নিয়ে নানান প্রকারের মিথ্যা গুজব ছড়াচ্ছে, আপনারা কেউ এসব গুজবে কান দেবেন না। বক্তারা আরোও বলেন, সিলেট-২ আসনের সাবেক এমপি এম. ইলিয়াস আলী নিখোঁজ হওয়ার পর থেকে এই অঞ্চলে বিএনপির হাল শক্ত করে ধরে রেখেছেন ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা।


জননেতা এম. ইলিয়াস আলীর সন্ধান পেতে কাজ করার জন্য আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনাকে এমপি নির্বাচিত করে মহান জাতীয় সংসদে পাঠাতে হবে। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর ‘বিজয় র‌্যালী ও পথসভা’য় এসময় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


জকিগঞ্জ প্রতিনিধি জানান:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী জকিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। 


প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার দুপুরে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান অনুসারী জকিগঞ্জ উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী এমাদ উদ্দিন এনামের নেতৃত্বে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।


মোটরসাইকেল শোভাযাত্রাটি উপজেলার সোনাসার বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে রতনগঞ্জ বাজারে গিয়ে পথসভায় মিলিত হয়। এরপর জকিগঞ্জ ডাকবাংলোতে সিলেট জেলা বিএনপির প্রথম সহসভাপতি এবং কানাইঘাট-জকিগঞ্জ ৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী মামুনুর রশীদ (চাকসু মামুন)-এর নেতৃত্বে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।


এ সময় উপস্থিত ছিলেন দেলোয়ার হোসেন, ইমন আহমদ, আমন আহমেদ, ছাব্বির আহমদ, মিলাদ আহমদ, জয়নাল আবদিন, ইমন আহমদ (২), ফাহিম আহমেদ, আমিনুল আহমদ, বিলাল আহমেদ প্রমুখসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।


বক্তারা বিএনপির ৪৭ বছরের রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকার কথা তুলে ধরেন এবং আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


সুনামগঞ্জ প্রতিনিধি জানান:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার দুপুরে শহরের পুরাতন বাসস্ট্যান্ডের দলীয় কার্যালয়ের সামনে খণ্ড খণ্ড মিছিল সহকারে হাজারো নেতাকর্মী জড়ো হন। পরে একটি আনন্দ র‌্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়।


সুনামগঞ্জ পৌর বিএনপির আহবায়ক সাইফুল্লাহ হাসান জুনেদের সভাপতিত্বে ও সদর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহবায়ক আব্দুর রহিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহবায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। প্রধান বক্তার বক্তব্য রাখেন, সদর উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহমেদ লিলু।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ পৌর বিএনপির প্রথম যুগ্ম আহবায়ক মোরশেদ আহমেদ, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আকবর আলী, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আতম মিছবাহ, কাজী নাসিম উদ্দিন লালা, অ্যাডভোকেট হাফিজা ফেরদৌসি লিপন, নজরুল ইসলাম, জেলা মহিলা দলের সভাপতি লুৎফা  আনোয়ার, জেলা যুব দলের সিনিয়র সহসভাপতি সোহেল আহমদ, জেলা বিএনপি নেতা আব্দুল হাই, ফুল মিয়া প্রমুখ।


সভায় জেলা বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


এ সময় বক্তারা বলেন, সুনামগঞ্জ-৪ আসনে দলের ত্যাগী নেতা অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের বিকল্প নেই। তৃণমূলের নেতাকর্মীদের একমাত্র আস্থা ও ভরসার নাম অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল। আগামী জাতীয় নির্বাচনে তাকে ধানের শীষের মনোনয়ন দিতে দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং কেন্দ্রীয় নেতৃবৃন্দের প্রতি জোর দাবি জানান তাঁরা।


জামালগঞ্জ প্রতিনিধি জানান :
জামালগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা বিএনপির আয়োজনে দলীয় কার্যালয় থেকে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে পথসভা অনুষ্ঠিত হয়। 


উপজেলা বিএনপির আহবায়ক মোঃ শফিকুর রহমান এর সভাপতিত্বে যুগ্ম আহবায়ক (স্বাক্ষর প্রাপ্ত) আজিজুর রহমান এর পরিচালনায় পথসভায় বক্তব্য রাখেন, যুগ্ম আহবায়ক ( স্বাক্ষর প্রাপ্ত) আব্দুল মালিক, যুগ্ম আহবায়ক আজাদ হোসেন বাবলু, সদস্য এমদাদুল হক আফিন্দী, এডভোকেট শাহিনুর রহমান,নবী হোসেন, শামসুজ্জামান ধন মিয়া, নূরে আলম ফরাজি, গোলাম রব্বানী আফিন্দী, আলী আক্কাস মুরাদ, এমরান হোসেন রুবেল, ইকবাল হাসান তালুকদার, সাজ্জাদ মাহমুদ তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির আহবায়ক বশির আহমদ, উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক ছবর আলী,  বেহেলী ইউনিয়ন বিএনপির আহবায়ক নজরুল ইসলাম, সাচনা বাজার ইউনিয়ন বিএনপির আহবায়ক উসমান গণি, ভীমখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল খালিক, ফেনারবাঁক ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক ফজলুল হক, উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ওয়াহিদুর রহমান, উপজেলা ছাত্রদলের আহবায়ক তৌফিকুর রহমান, জামালগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক তালহা প্রমূখ।


দিরাই প্রতিনিধি জানান :
সুনামগঞ্জের দিরাইয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সাবেক সংসদ সদস্য ও অবসরপ্রাপ্ত বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী রুমির নেতৃত্বে দিরাই পৌর শহরে এক বিশাল র‌্যালি বের হয় এবং পরে সমাবেশ অনুষ্ঠিত হয়।


দিরাই পৌর শহরের একটি কমিউনিটি সেন্টার থেকে দুপুরবেলা র‌্যালিটি শুরু হয়। রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও বাদ্যযন্ত্র নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মী র‌্যালিতে অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একটি সমাবেশে মিলিত হয়।


সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন দিরাই-শাল্লা আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট মিফতাহ উদ্দিন চৌধুরী রুমি।


এছাড়াও, সমাবেশে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মাহদীন চৌধুরী, দিরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আমির হোসেন, যুগ্ম আহ্বায়ক কবির মিয়া, জগদল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সমুজ মিয়া, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মতিন, গ্রেটার ম্যানচেস্টার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লিটন চৌধুরী, সিলেট জজ কোর্টের এ পি পি মির্জা হোসেন, দিরাই উপজেলা বিএনপির সদস্য আবুল খয়ের চৌধুরী, আবু সাঈদ চৌধুরী, দিরাই পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মাইদুল চৌধুরী, সদস্য সেলিম চৌধুরী, আজিম উদ্দীন, কুলঞ্জ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক শিহাব মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাব্বি চৌধুরী সহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।


বক্তারা বিএনপির ৪৭ বছরের দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে দলের ভূমিকার কথা তুলে ধরেন এবং আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।


শাল্লা প্রতিনিধি জানান:
সুনামগঞ্জের শাল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠা বার্ষিকী হলেও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় আজ ৩ সেপ্টেম্বর বুধবার সাড়ে এগারোটায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিএনপির নিজস্ব কার্যালয় থেকে একটা বিশাল র্যালি বের করে ডাকবাংলোর সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হন নেতাকর্মীরা। 


উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল,যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস,আব্দুল করিম (মাষ্টার),সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কমিটির সদস্য মাহবুব সোবহানী চৌধুরী, সদস্য আলী আমজাদ,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নুরুল আমিন।


এসময় বক্তারা বলেন, আজকে আমরা যেভাবে আনন্দ উল্লাস করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি,বিগত পনেরো বছরে আমরা সেভাবে পারিনি। ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। বিগত সময়ে আমাদের নেতাকর্মীদের রাজপথে না থাকার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালানো হয়েছে। আমরা দীর্ঘ সতেরোটি বছর এভাবে জনসভা করতে পারিনি। আমরা আশা করেছিলাম একদিন আমরা রাজপথ দখল করবো। এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দল খেলার মাঠে থাকবে। কিন্তু তারা আজকে খেলার মাঠেও নেই। আমরা আশা করেছিলাম খেলার মাঠে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে আমরা তাদেরকে হারাবো। কিন্তু তারা নিজ থেকেই পালিয়ে গেছে। উড়াল দিয়ে সব নেতাকর্মীদের রেখে শেখ হাসিনা পালিয়ে গেছে। 


আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা বলেন,আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই। 


এসময় আরো উপস্থিত ছিলেন, ২নং হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলামিন মিয়া,১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ মিয়া,৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর,৪নং শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাইদ,যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া,ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর দাস,ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন আহমেদ, যুগ্ন আহ্বায়ক জুবেদ আলম তালুকদার, রোমান আহমেদ,রিদয় মিয়া,মনু মিয়া,মারুফ হাসান ডালিম,উপজেলা বিএনপির সদস্য আতিকুর রহমান (মাষ্টার), সদস্য ডাঃ উসমান গনি,বিএনপি নেতা নয়ন আহমেদ, যুবদল নেতা এইচ এম এরশাদ প্রমুখ। 


এদিকে জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে পৃথকভাবে আরেকটি র্যালি ও আনন্দ মিছিল করা হয়েছে। উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিকের নেতৃত্ব ওই র্যালি ও মিছিলটি করা হয়েছে।


নবীগঞ্জ প্রতিনিধি জানান:
বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবীগঞ্জে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পৃথক পৃথকভাবে তিনটি গ্রুপের তিনটি বিশাল বর্ণাঢ্য র‌্যালি টানটান উত্তেজনার মধ্যে অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩রা সেপ্টেম্বর) পৃথক ভাবে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির গ্রুপ গুলোর বর্ণাঢ্য র‌্যালি গুলো শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে পৃথক পৃথক স্থানে গিয়ে শেষ হয়। এসময় শহরে উত্তেজনা ছড়িয়ে পড়ে পুলিশ ও যৌথবাহিনী তাদের টহল জোরদার করেন।


বুধবার বিকাল ৪ টায় দলীয় সকল পদ থেকে অব্যাহতি প্রাপ্ত পৌর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক মেয়র আলহাজ্ব ছাবির আহমেদ চৌধুরী ও পৌর বিএনপির বর্তমান আহ্বায়ক ছালিক মিয়ার নেতৃত্বে জেলা পরিষদের ডাকবাংলো প্রাঙ্গন থেকে বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে বিশাল র‌্যালী বের হয়। বাদ্য যন্ত্রের তালে তালে নেতাকর্মীদের উৎসব মুখোর পরিবেশে শহর প্রদক্ষিন করে।


বিকাল সাড়ে ৪ ঘটিকায় নবীগঞ্জ উপজেলা বিএনপির নব নির্বাচিত কমিটির নেতৃত্বে এবং পৌর বিএনপির একাংশের নেতৃবৃন্দের নেতৃত্বে নবীগঞ্জ সরকারী জে কে হাইস্কুল প্রাঙ্গন থেকে বিশাল বর্ণাঢ্য শুভা যাত্রা ও র‌্যালী বের করা হয়। এতে মুল আর্কষন ছিল লাটি খেলা। প্রায় কয়েক হাজার নেতাকর্মী উক্ত র‌্যালীতে অংশ নেন। এর আগে উপজেলা বিএনপির সভাপতি সৈয়দ মতিউর রহমান পিয়ারার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মজিদুর রহমানের পরিচালনায় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সাবেক আহ্বায়ক সরফরাজ চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি বয়েত উল্লা, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক অলিউর রহমান অলি, সাংগঠনিক সম্পাদক সাহিদ তালুকদার ও পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলাম চৌধুরী প্রমূখ। 


বিকাল ৫ টায় শহরের গোল্ডেন প্লাজাস্থ দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করেন সাবেক এমপি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য শেখ সুজাত মিয়ার নেতৃত্বে তার অনুসারীরা।  তারা শহর প্রদক্ষিন করে নতুন বাজার মোড়ে পথ সভা করেন।


প্রতিষ্ঠাবার্ষিকীতে নবীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি পৃথক ভাবে ৩টি গ্রুপে র‌্যালী বের করা নিয়ে যেমন নেতাকর্মীদের উত্তেজনা সৃষ্টি হয়। 
এছাড়াও  রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার ঝড় উঠেছে। এক সময়ে সদ্য পদপদবী হারা নেতা ছাবির আহমদ চৌধুরী এবং সাবেক এমপি শেখ সুজাত মিয়া একই বলয়ে ছিলেন। অপর দিকে উপজেলা নির্বাচনে অংশ নেয়ায় বহিস্কৃত নেতা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান শেফু ও সরফরাজ চৌধুরীসহ পৌর বিএনপির একাংশ নিয়ে নেতৃত্ব দেন। মুজিবুর রহমান শেফু বহিস্কার হলে সরফরাজ চৌধুরীর নেতৃত্বেই তাদের গ্রুপ পরিচালিত হয়। বিগত উপজেলা বিএনপির কাউন্সিলে সাবেক এমপি শেখ সুজাত মিয়ার পুরো প্যাণেল পরাজিত হয়। এর কিছু দিন পরই চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলনসহ নানা অভিযোগের ভিত্তিতে সাবেক পৌর বিএনপির সভাপতি ও বর্তমান সদস্য ছাবির আহমদ চৌধুরীর দলীয় সকল পর্যায়ের পদ স্থগিত করেন কেন্দ্রীয় বিএনপি। ফলে ছাবির আহমদ চৌধুরী শেখ সুজাত মিয়া বলয় থেকে বেড়িয়ে আসেন। 


নবীগঞ্জ কলেজের একজন অধ্যাপক নাম প্রকাশ না করে বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দলীয় গ্রুপি লবিং এবং প্রতিষ্ঠাবার্ষিকীর পৃথকভাবে ৩টি বর্ণাঢ্য র‌্যালী শুভ লক্ষন নয়। এতে এসব গ্রুপিং থেকে বড় ধরনের ধাঙ্গা হওয়ার সম্ভাবনা বেশী।


চুনারুঘাট প্রতিনিধি জানান :
বর্ণাঢ্য আয়োজনে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ বাজার বাসস্ট্যান্ড থেকে এক বর্ণাঢ্য র‌্যালি ও শুভাযাত্রা বের করা হয়। 


র‌্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মধ্যবাজারের গুলচত্বর এলাকায় গিয়ে শেষ করা হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা-কর্মীরা প্রত্যেকের হাতে ব্যানার-পেস্টুন নিয়ে খন্ড-খন্ড মিছিলে চুনারুঘাট দক্ষিণ বাজার বাসস্ট্যান্ডে এসে মিলিত হয়।


এতে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট মোঃ মনিরুল ইসলাম তালুকদার, সহ-সভাপতি মোঃ জমরুত আলী, সহ-সভাপতি প্রফেসার মোঃ আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক এঢভোকেট মোঃ মীর সিরাজ, সিনিয়র যুগ্ন-সম্পাদক মোঃ আব্দুর রহিম তালুকদার শ্যামল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল করিম সরকার, মোঃ জুবাইর কবির, দপ্তর সম্পাদক মোঃ মাহমুদুল হাসান ফিরোজ, প্রচার সম্পাদক মোঃ নুরুল অমিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ কামরুল হাসান শামীম, মোঃ আবু তাহের লিল মিয়া, মোঃ আব্দুর রউফ উস্তার, হাজ্বী মোঃ জসিম উদ্দিন, মোঃ শফিক মিয়া, হাফেজ মোঃ হাবিবুর আলম, মোঃ জসিম উদ্দিন মামুন, মোঃ আতিকুল কবির, মোঃ সৈয়দ মাহফুজ, মোঃ সাব্বির চৌধুরী, এম এ রহিম, মোঃ আব্দুল মতিন সরদার, মোঃ ছুহরাব আলী, চুনারুঘাট উপজেলা যুবদলের আহবায়ক এডভোকেট মোঃ মোজাম্মেল হক চৌধুরী, সিনিয়র যুগ্ন-আহবায়ক মোঃ শফিক মিয়া মহালদার, যুগ্ন আহবায়ক সৈয়দ মোঃ আবু নাইম হালিম, সদস্য সচিব মোঃ লুৎফুর রহমান জালাল, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ রফিক মিয়া তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শামীম মিয়া তালুকদার, কলেজ ছাত্রদল নেতা মোঃ এমদাদুল হক ইমন, ছাত্রদল নেতা মোঃ রুকন ও উপজেলা উলামা দলের আহবায়ক মোঃ আবুল কাশেম আব্দাল প্রমূখ। এসময় উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠেনর শতশত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


বানিয়াচং প্রতিনিধি জানান:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ৩ সেপ্টেম্ভর দুপুর ১২ টায় সদরের সাগর দিঘীর পশ্চিম পাড়ের অস্থায়ী হ্যালিপ্যাড থেকে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে গুনিনগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে ৪নং ইউনিয়ন পরিষদের সামনে এক পথ সভায় মিলিত হয়।


উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ওয়ারিস উদ্দিন খানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো:খালেদ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমদ আলী মুকিব।


পথসভায় মুকিব বলেন,বিগত ১৭ বছর বিএনপির বিরুদ্ধে দেশী বিদেশী নানামুখী ষড়যন্ত্র হয়েছে।ষড়যন্ত্র করে বিএনপিকে ধ্বংশ করা যাবেনা।বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন।বিএনপির মার্কা ধানের শীষ।দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ।তারেক রহমানের মার্কা ধানের শীষ।ধানের শীষ যার আমরা তার।আগামী জাতীয় নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে হবে।


র‌্যালীতে অংশগ্রহনকারী সাধারন মানুষ ও দলীয় নেতা-কর্মীরা জানান,গনমানুষের উপস্থিতিতে এতো শৃঙ্খলাবদ্ধ র‌্যালী এর আগে বানিয়াচংয়ে দেখা যায়নি।প্রতিষ্ঠা বার্ষিকীর এই আয়োজন নেতা-কর্মীসহ সাধারন মানুষকে উজ্জীবিত করেছে।


র‌্যালী শেষে পথসভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারন সম্পাদক মহিবুর রহমান বাবলু,উপজেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন ফারুক,সদস্য সচিব নাজমুল হোসেন,বিএনপি নেতা মতিউর রহমান মতু,এহিয়া খান,শেখ মোস্তাক আহমেদ,বিলাস সাইদ,জহিরুল ইসলাম নাসিম,যুবদল নেতা মিলন খাঁন,স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ইয়াজ উদ্দিন রাসেল,সদস্য সচিব এম.এ হাসান,স্বেচ্ছাসেবদক দলের যুগ্ম আহবায়ক বুলবুল মিয়া,যুবদল নেতা সালাউদ্দিন ফয়সল,৪নং ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক কামরুল ইসলাম.যুবদল নেতা ইলিয়াছ মিয়া ও উপজেলা ছাত্রদলের আহবায়ক মোবাশ্বির আহমেদ মজনু প্রমুখ।

এই সম্পর্কিত আরো