বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
বৃহস্পতিবার, ০৪ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
advertisement
সিলেট বিভাগ

বালাগঞ্জে সরকারি ভূমি দখল নিয়ে দু'পক্ষের মধ্যে উত্তেজনা, সংঘর্ষের আশঙ্কা

সিলেটের বালাগঞ্জ উপজেলায় সরকারি ভূমি দখলকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহূর্তে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিয়েছে।

জানা যায়, পূর্ব পৈলনপুর ইউনিয়নের ইছাপুর মৌজার জে এল নং-৪৮ এর অন্তর্ভুক্ত ১ নং খতিয়ানের (জেলা প্রশাসক) ৬৮২ নং বিএস দাগে মোট ৯ একর ৪২ শতক ভূমি রয়েছে। এর মধ্যে ২০২১ সালের ১২ ডিসেম্বর স্থানীয়দের দেওয়া একটি আবেদনের প্রেক্ষিতে ১ একর ২০ শতক ভূমি খেলার মাঠ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সম্প্রতি সরকারি এই ভূমি দখলে নিতে একটি পক্ষ চাষাবাদ শুরু করায় গ্রামের আরেকটি পক্ষ দখলদারদের বিরুদ্ধে ফুঁসে উঠেছে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বাড়ছে এবং যেকোনো সময় সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।

উক্ত সরকারি ভূমি দখলের অভিযোগে উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের পূর্ব ইছাপুর গ্রামের আজাদ মিয়ার পুত্র ময়নুল মিয়া গত ২৮ আগস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগে তিনি খেলার মাঠ রক্ষার আবেদন জানান। 

অভিযোগপত্রে বলা হয়, ১৭ আগস্ট ইছাপুর গ্রামের ছুরুক মিয়া, জিলদার মিয়া, সমুজ মিয়া, ফজল মিয়া, তুহিন মিয়া ও মামজুল মিয়া সরকারি ভূমি জোর করে দখল এবং ট্রাক্টর দিয়ে চাষাবাদের চেষ্টা করেন। এতে গ্রামবাসী প্রতিবাদ জানালে দখলদার পক্ষের সাথে গ্রামের অপর পক্ষের বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে।

অভিযোগকারী ময়নুল মিয়া বলেন, স্থানীয় এক প্রভাবশালী ভূমিখেকো ব্যক্তির পৃষ্ঠপোষকতায় সরকারি ভূমি ও খেলার মাঠ দখল করে চাষাবাদ করা হচ্ছে।

এ বিষয়ে পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিহাব উদ্দিন বলেন, মূলত এটি চরের ভূমি। এই ভূমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কা থাকায় বিষয়টি স্থানীয়ভাবে নিষ্পত্তির চেষ্টা চলছে।

এ ব্যাপারে বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুজিত কুমার চন্দ সরকারি ভূমি দখলের লিখিত অভিযোগ প্রাপ্তির বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, বালাগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিকে এ বিষয়ে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।

এই সম্পর্কিত আরো