সুনামগঞ্জের দিরাই উপজেলার রাজানগর ইউনিয়নের রামনগর গ্রামের গাত্তুয়া খালের মুখে মরা সুরমা নদীতে অবৈধভাবে নির্মিত বাঁশ ও জালের বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পরিচালিত এক অভিযানে এই বাঁধটি অপসারণ করা হয় এবং বাঁধ নির্মাণে ব্যবহৃত বিপুল পরিমাণ সরঞ্জাম জব্দ করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধরের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে তাকে সহায়তা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সন্দীপন মজুমদার এবং দিরাই থানা পুলিশের একটি দল।
অভিযানকালে দেশীয় মাছ শিকার ও প্রজনন ব্যাহত করে পরিবেশের ক্ষতি সাধনের উদ্দেশ্যে নির্মিত এই অবৈধ বাঁধটি সম্পূর্ণ উচ্ছেদ করা হয়। বাঁধের কাজে ব্যবহৃত বিপুল পরিমাণ বাঁশ ও কোনা জাল জব্দ করা হয়। এছাড়াও, অবৈধভাবে মাছ ধরার জন্য বসানো দুটি বড় চায়না চাঁই উদ্ধার করে ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধর জানান, দেশীয় প্রজাতির মাছ রক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকার বা নদীর প্রবাহ ব্যাহতকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান শেষে স্থানীয় জনসাধারণ উপজেলা প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তারা বলেন, অবৈধ বাঁধের কারণে একদিকে যেমন নদীর স্বাভাবিক প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছিল, অন্যদিকে দেশীয় প্রজাতির মাছ ধ্বংসের পথে যাচ্ছিল। নিয়মিত অভিযান অব্যাহত থাকলে পরিবেশ রক্ষা ও মাছের প্রজনন নিশ্চিত হবে বলে তারা আশা প্রকাশ করেন।