শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫
✔ বাংলা টেক্সট কনভার্টার
শিরোনাম
পুলিশের বিরুদ্ধে মহিষ ছেড়ে দেওয়ার অভিযোগ - জকিগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত নবীগঞ্জে নিহত কৃষক পরিবারের পাশে হবিগঞ্জের পুলিশ সুপার সামান্থার প্রেমের গুঞ্জন জোরালো জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে কী করতে হবে, জানালেন তামিম ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক - ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড জানালেন পররাষ্ট্র উপদেষ্টা - তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ কারবারি আটক ৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ নুডলস শ্বাসনালিতে আটকে প্রাণ গেল সাত মাস বয়সী ফাতেমার
advertisement
সিলেট বিভাগ

হারিছ চৌধুরীর ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে কানাইঘাটে স্মরণ সভা অনুষ্ঠিত

জাতীয় নেতা বিএনপির সাবেক যুগ্ম মহাসচিব সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রাজনৈতিক সচিব কানাইঘাটের কৃতি সন্তান মরহুম বীরমুক্তিযোদ্ধা আবুল হারিছ চৌধুরী’র ৪র্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর)  বিকেল ৩টায় হারিছ চৌধুরী ফাউন্ডেশনের উদ্যোগে কানাইঘাট দিঘীরপাড় ইউনিয়নের সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের হারিছ চৌধুরী অডিটোরিয়ামে এ স্মরণ সভার আয়োজন করা হয়।

দিঘীরপাড় পূর্ব ইউনিয়ন হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সভাপতি সহকারী অধ্যাপক আমিনুল ইসলামের সভাপতিত্বে ও হারিছ চৌধুরী ফাউন্ডেশনের নেতা মাস্টার ফারুক আহমদ এবং জাহাঙ্গীর আলমের যৌথ পরিচালনায় স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে আবুল হারিছ চৌধুরীর সুযোগ্য কন্যা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ব্যারিস্টার সামিরা তানজিন চৌধুরী বলেন, তার পিতা একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ ছিলেন। তিনি সব-সময় তার জন্মভূমি সিলেট তথা কানাইঘাট ও জকিগঞ্জের আপামর মানুষজনকে ভালোবাসতেন। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময় তিনি আত্মগোপন অবস্থায় আজকের এই দিনে মৃত্যুবরণ করেছিলেন। তার লাশ সাভারের একটি মাদ্রাসায় গোপনে দাফনও করা হয়েছিল। ফ্যাসিস্ট আওয়ামী লীগের পতনের পর আইনি প্রক্রীয়ার মাধ্যমে অনেক সংগ্রাম ও ত্যাগের মাধ্যমে তার পিতা মরহুম আবুল হারিছ চৌধুরীর লাশ উত্তোলন করে শেষ ইচ্ছানুযায়ী জন্মভূমি কানাইঘাটের তার প্রতিষ্ঠিত শফিকুর রহমান মেমোরিয়াল এতিমখানা প্রাঙ্গনে দাফন করা হয়েছে। বিগত জোট সরকারের সময়ে তিনি কানাইঘাটে অসংখ্য প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন। হারিছ চৌধুরী ফাউন্ডেশন সেসব প্রতিষ্ঠানের দেখভালের পাশাপাশি তার স্মৃতিকে ধরে রাখার জন্য আজীবন কাজ করে যাবে বলে ব্যারিস্টার সামিরা তানজিম চৌধুরী তার বক্তব্যে বলেন। এজন্য দলমত নির্বিশেষে সকলের সহযোগিতা চান তিনি এবং তার পিতাকে দোয়া করার জন্য সবার প্রতি আহবান করেন।

স্মরণ সভায় হারিছ চৌধুরীর বর্ণাঢ্য জীবনের আলোকপাত করে বক্তব্য রাখেন, হারিছ চৌধুরী ফাউন্ডেশন কানাইঘাটের সভাপতি অধ্যাপক ইবাদুর রহমান, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক ফারুক আহমদ, হারিছ চৌধুরী ফাউন্ডেশনের সাথে সম্পৃক্ত আ.ক.ম ফয়জুল হক, ডা: মঈনুল হক, রিফতাহুল বর চৌধুরী, আব্দুল খালিক মোস্তফা, মোস্তফা কামাল, সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহিম ভরসা, সাংবাদিক এহসানুল হক জসীম, ক্রীড়া সংগঠক মোঃ আলম।

এ সময় বক্তারা বলেন, মরহুম আবুল হারিছ চৌধুরী একজন জাতীয় রাজনীতিবিদ ছিলেন, তিনি সময় তার জন্মভূমি কানাইঘাটে মানুষের কল্যাণের জন্য কাজ করে গেছেন। চার দলীয় জোট সরকারের সময় তার হাত ধরে কানাইঘাট-জকিগঞ্জের ব্যাপক অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি, সুরমা নদীর উপর ব্রীজ, প্রধান প্রধান সড়ক নির্মাণ, কানাইঘাট-জকিগঞ্জে পৌরসভা করা, পল্লীবিদ্যুতের ডিজিএম অফিস স্থাপন, ব্যাপকহারে বিদ্যুতায়ন, অসংখ্য শিক্ষা-প্রতিষ্ঠানে ভবন নির্মাণ এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলে এলাকার আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক অবদান রেখেছিলেন। তার কর্মের মাধ্যমে কানাইঘাট ও জকিগঞ্জের মানুষের মাঝে আজীবন বেঁচে থাকবেন এই মহান রাজনীতিবিদ। হারিছ চৌধুরী ফাউন্ডেশন সব-সময় এই রাজনীতিবিদকে স্মরণ রাখবে।

উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাজ উদ্দীন সাজু, হারিছ চৌধুরী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রহমান, মুলাগুল হারিছ চৌধুরী একাডেমির প্রধান শিক্ষক আফতাব উদ্দিন, সড়কের বাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুছ, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রশিদ, ফাহিম আল চৌধুরী ট্রাস্টের সহ সভাপতি এটিএম সেলিম চৌধুরী, দিঘীরপাড় পূর্ব ইউপি বিএনপির সভাপতি নুর উদ্দিন, সড়কের বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ফখর উদ্দিন চৌধুরী। স্মরণসভায় এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ, নানা শ্রেণি-পেশার লোকজন, আবুল হারিছ চৌধুরীর আত্মীয়-স্বজন সহ সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।

স্মরণসভা শেষে মরহুম আবুল হারিছ চৌধুরীর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং শিরনী বিতরণ করা হয়।

এই সম্পর্কিত আরো

পুলিশের বিরুদ্ধে মহিষ ছেড়ে দেওয়ার অভিযোগ জকিগঞ্জে চোরাকারবারিদের হামলায় বিজিবি সদস্য আহত

নবীগঞ্জে নিহত কৃষক পরিবারের পাশে হবিগঞ্জের পুলিশ সুপার

সামান্থার প্রেমের গুঞ্জন জোরালো

জাতীয় দলে ফিরতে হলে সাকিবকে কী করতে হবে, জানালেন তামিম

ড. ইউনূস ও গোয়েন লুইস বৈঠক ফেব্রুয়ারির নির্বাচনে পূর্ণ সমর্থন জাতিসংঘের

সিলেট-১ আসনের সাথেই থাকছে নগরের ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ড

জানালেন পররাষ্ট্র উপদেষ্টা তারেক রহমান দেশে ফিরতে চাইলে পাসপোর্ট বা ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

মাধবপুরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গাঁজাসহ কারবারি আটক

৩০০ সংসদীয় আসনের সীমানা পুননির্ধারণ করে চূড়ান্ত গেজেট প্রকাশ

নুডলস শ্বাসনালিতে আটকে প্রাণ গেল সাত মাস বয়সী ফাতেমার