সুনামগঞ্জের শাল্লায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। ১ সেপ্টেম্বর দলটির প্রতিষ্ঠা বার্ষিকী হলেও কেন্দ্রীয় বিএনপির নির্দেশনায় আজ ৩ সেপ্টেম্বর বুধবার সাড়ে এগারোটায় আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে স্থানীয় বিএনপির নিজস্ব কার্যালয় থেকে একটা বিশাল র্যালি বের করে ডাকবাংলোর সামনে এসে এক আলোচনা সভায় মিলিত হন নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে ও যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ আব্দুর রাজ্জাকের সঞ্চালনায় এসময় বক্তব্য প্রদান করেন, উপজেলা বিএনপির সিনিয়র সদস্য সচিব মোঃ আব্দুল আওয়াল,যুগ্ম আহ্বায়ক নিত্যানন্দ দাস,আব্দুল করিম (মাষ্টার),সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান কমিটির সদস্য মাহবুব সোবহানী চৌধুরী, সদস্য আলী আমজাদ,স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ নুরুল আমিন।
এসময় বক্তারা বলেন, আজকে আমরা যেভাবে আনন্দ উল্লাস করে দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতেছি,বিগত পনেরো বছরে আমরা সেভাবে পারিনি। ফ্যাসিস্ট হাসিনা সরকার আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার ও নির্যাতন চালিয়েছে। বিগত সময়ে আমাদের নেতাকর্মীদের রাজপথে না থাকার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চালানো হয়েছে। আমরা দীর্ঘ সতেরোটি বছর এভাবে জনসভা করতে পারিনি। আমরা আশা করেছিলাম একদিন আমরা রাজপথ দখল করবো। এবং আমাদের প্রতিদ্বন্দ্বী দল খেলার মাঠে থাকবে। কিন্তু তারা আজকে খেলার মাঠেও নেই। আমরা আশা করেছিলাম খেলার মাঠে তত্বাবধায়ক সরকারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন করে আমরা তাদেরকে হারাবো। কিন্তু তারা নিজ থেকেই পালিয়ে গেছে। উড়াল দিয়ে সব নেতাকর্মীদের রেখে শেখ হাসিনা পালিয়ে গেছে।
আমাদের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র চলছে উল্লেখ করে বক্তারা বলেন,আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ আমাদেরকে ঐক্যবদ্ধ থাকার কোন বিকল্প নেই।
এসময় আরো উপস্থিত ছিলেন, ২নং হবিবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলামিন মিয়া,১নং আটগাঁও ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জুনেদ মিয়া,৩নং বাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর,৪নং শাল্লা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আবু সাইদ,যুবদলের যুগ্ম আহ্বায়ক রাকিব মিয়া,ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সাগর দাস,ছাত্রদলের আহ্বায়ক তারেক হাসান মুন্না, সদস্য সচিব বাপন আহমেদ, যুগ্ন আহ্বায়ক জুবেদ আলম তালুকদার, রোমান আহমেদ,রিদয় মিয়া,মনু মিয়া,মারুফ হাসান ডালিম,উপজেলা বিএনপির সদস্য আতিকুর রহমান (মাষ্টার), সদস্য ডাঃ উসমান গনি,বিএনপি নেতা নয়ন আহমেদ, যুবদল নেতা এইচ এম এরশাদ প্রমুখ।
এদিকে জেলা বিএনপির সাবেক আহব্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছির উদ্দীন চৌধুরীর পক্ষে পৃথকভাবে আরেকটি র্যালি ও আনন্দ মিছিল করা হয়েছে। উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম রফিকের নেতৃত্ব ওই র্যালি ও মিছিলটি করা হয়েছে।