সিলেটের জকিগঞ্জ উপজেলার শেরুলবাগ সরকারি উচ্চ বিদ্যালয়ে ছাত্র-ছাত্রীদের মাঝে সরকারি অনুদানকৃত বৃত্তি বিতরণ ও বিদ্যালয় প্রাঙ্গণে নতুন মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৩ আগস্ট ২০২৫) আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জকিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি জনাব শফিকুর রহমান। তিনি শিক্ষার্থীদের হাতে বৃত্তির অর্থ তুলে দেন এবং বিদ্যালয়ের মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে প্রধান অতিথি শফিকুর রহমান বলেন শিক্ষা জাতির মেরুদণ্ড। আমাদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। পাশাপাশি নৈতিক ও ধর্মীয় শিক্ষার সমন্বয় থাকলেই ভবিষ্যতে একটি আদর্শ সমাজ গড়ে উঠবে। আমি আশা করি এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা একদিন দেশ ও জাতির গর্ব হয়ে উঠবে।
বিদ্যালয় সংশ্লিষ্টরা মনে করছেন, এই উদ্যোগ শিক্ষার্থীদের অনুপ্রাণিত করবে এবং একই সঙ্গে মসজিদ নির্মাণের মাধ্যমে বিদ্যালয়ের ধর্মীয় পরিবেশ আরও সমৃদ্ধ হবে।